পাকিস্তানে খেলে করোনার লক্ষণ হেলসের

পিএসএল থেকে দেশে ফিরে হেলসের শরীরে করোনার লক্ষণ। ছবি: এএফপি
পিএসএল থেকে দেশে ফিরে হেলসের শরীরে করোনার লক্ষণ। ছবি: এএফপি
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পিএসএলে খেলতে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। ইংল্যান্ডে ফেরার পর তাঁর শরীরে দেখা দিয়েছে করোনাভাইরাসের লক্ষণ


করোনা-আতঙ্কে স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এক বিদেশি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে—এমন একটা তথ্য দিয়েই সেমিফাইনাল শুরুর ঘণ্টাদুয়েক আগে এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক পাকিস্তানি অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজাও এক সাক্ষাৎকারে সেই ‘বিদেশি ক্রিকেটারে’র নাম জানানোর পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। রমিজ জানান, ‘সেই বিদেশি ক্রিকেটার খুব সম্ভবত অ্যালেক্স হেলস।’

আজ নিজের টুইটারে ইংলিশ ক্রিকেটার হেলস স্বীকার করেছেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ আছে তাঁর শরীরে। এ কারণে নিজেকে আলাদা করে রেখেছেন বলেও জানিয়েছেন, ‘শনিবার ভোরে যখন যুক্তরাজ্যে ফিরলাম আমি পুরো সুস্থ ছিলাম। সে সময়ে আমার শরীরে ভাইরাসটির কোনো উপসর্গই ছিল না। যা হোক, রোববার সকালে আমার ঘুম ভাঙে জ্বর নিয়ে। এরপরই সরকারি পরামর্শ অনুযায়ী নিজেকে আলাদা করে রেখেছি। এরপর আমার খুসখুসে কাশিও হচ্ছে। এই মুহূর্তে আমার পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে আশা করছি দিনের শেষভাগে পরীক্ষা করাতে পারব। এরপরই আমার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে পারব।’

এই বিবৃতির আগে হেলসের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিয়ে কাঁদা ছোড়াছুড়ি কম হয়নি। রমিজ তাঁর সাক্ষাৎকারে হেলসের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ার কথা বললেও আজমল জামি নামের এক পাকিস্তানি সাংবাদিক হেলসের করোনা হয়েছে বলেই টুইট করেন। হেলস খেপে গিয়ে টুইট করেন, তাঁর করোনা-আক্রান্ত হওয়ার খবরটি ‘ভুয়া’। সেই সাংবাদিকের টুইটের উত্তরে তিনি লেখেন, ‘ভুয়া খবর প্রচার বন্ধ করুন। এটি খুবই বিপজ্জনক আচরণ’। এরপর দুনিয়া নিউজের ওই সাংবাদিক হেলসের কাছে ক্ষমা চেয়ে টুইটটি মুছে দিয়ে দাবি করেন গালফ নিউজের ‘ভুয়া’ খবরে বিভ্রান্ত হয়েছিলেন তিনি। গালফ নিউজও পরে সংশোধন করে খবরটি।

তবে রমিজ টুইট করে জানিয়েছেন, ‘হেলসকে নিয়ে সর্বশেষ খবর হলো তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। যদিও তাঁর কোনো করোনাপরীক্ষা করা হয়নি। আমি নিজেও করোনা-পরীক্ষার জন্য তৈরি।’

এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে দুর্দান্ত খেলছিলেন হেলস। দেশে ফেরার আগে ৫৯ গড়ে ২৩৯ রান করেছিলেন তিনি। করোনার ছড়িয়ে পড়ার মুখে তিনি তাঁর স্বদেশি জেসন রয়, জেমস ভিন্স আর টাইমাল মিলসের সঙ্গে দেশে ফিরে যান।

এর আগে পিসিবি জানিয়েছিল, ‘যে বিদেশি ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে, তিনি ইতিমধ্যেই পাকিস্তান ত্যাগ করেছেন। এ কারণে পিএসএল ২০২০ স্থগিত করা হয়েছে। প্রতিটি দিন যাচ্ছে আর অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পিসিবি পুরো পরিস্থিতির দিকে গভীর দৃষ্টি রাখছে। এবং প্রতিরোধক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে।’