পাকিস্তান দলে সরফরাজকে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না ইনজামাম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে এক নাটকই দেখাল পাকিস্তান। প্রথমে বহু ঘটা করে দল ঘোষণা করা হয়েছিল। সে দল বদলে গেল গতকাল। নতুন করে তিনজন খেলোয়াড় ঢুকলেন। বেরিয়ে যেতে হলো তিনজনকে। এখানেই থামেনি চমক। আজ আবার বিস্মিত হতে হয়েছে সবাইকে। নতুন করে দলে ঢুকেছেন শোয়েব মালিক।
গতকাল বিশ্বকাপের দলে ঢুকে পড়েছেন সরফরাজ আহমেদ, ফখর জামান ও হায়দার আলী। আজ আবার চোটাক্রান্ত সোহাইব মাকসুদের জায়গায় দলে ঢুকে পড়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক। তাঁর দলে ঢোকা নিয়ে অবশ্য আপত্তি নেই। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামামের যত আপত্তি আরেক সাবেক অধিনায়ককে নিয়ে। টি-টোয়েন্টি দলে সরফরাজ আহমেদের অন্তর্ভুক্তির কারণ খুঁজে পাচ্ছেন না ইনজামাম।
পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে কম কথা হয়নি। শোয়েব আখতার সুযোগ পেলেই দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদিও। সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম খানের দলে ঢোকার সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিতে প্রশ্ন তুলেছিলেন আফ্রিদি। এটাও বলেছিলেন, সমস্যা নেই, বিশ্বকাপের আগেই দলে পরিবর্তন আসবে। সে পরিবর্তন কাল এসেছে। বাকি দুজনের সঙ্গে আজম খানও বাদ পড়েছেন।
আজম খানের পরিবর্তে দলে ঢুকেছেন মাঝে কিছুদিন দলের বাইরে থাকা উইকেটরক্ষক সরফরাজ খান। আর এতেই বিরক্ত ইনজামাম। তাঁর ধারণা, পত্রপত্রিকায় সমালোচনা হলেই দল বদলে ফেলা ঠিক নয়। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘নির্বাচক কমিটি যদি পারফরম্যান্সের ওপর নির্ভর করে দল নির্বাচন করতে চায়, তবে বয়স ও অন্যান্য সবকিছু ভুলে যাওয়া উচিত। আপনি যদি সরফরাজকে খেলাবেনই-না, তখন তাকে বহন করছি কেন? গত দুই বছরে সে কয়টা টি-টোয়েন্টি খেলেছে? সাবেক অধিনায়ক সে। তাকে দলে নিয়ে না খেলানোর কোনো মানে হয় না।’