পন্ত শতক পাননি, শ্রীলঙ্কার সাফল্য এটিই

আউট হওয়ার পর হতাশায় বসে পড়েছিলেন পন্তছবি: এএফপি

শততম টেস্টে খেলতে নেমে বিরাট কোহলি শত রান দূরের কথা, অর্ধশতকও পাননি। হনুমা বিহারি পারেননি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শততম ম্যাচের ইনিংসটিকে শতকে রূপান্তর করতে। ঋষভ পন্ত শতক হারিয়েছেন মাত্র ৪ রানের জন্য—মোহালি টেস্টের প্রথম দিন আজ শ্রীলঙ্কার সাফল্য বলতে এতটুকুই। ৮৫ ওভার খেলা হয়েছে সারা দিনে। লঙ্কান বোলিং নিয়ে খেলে ভারত স্কোরবোর্ডে ৬ উইকেটে ৩৫৭ রান তুলেছে।

শ্রীলঙ্কান দলের সর্বনাশটা মূলত করেছেন ঋষভ পন্তই। তিনি ৯৭ বলে ৯৬ রানের ইনিংস খেলে ভারতের সংগ্রহটাকে তরতর করে বাড়িয়ে দিয়ে গেছেন। ৯টি চার আর ৪টি ছক্কার এ ইনিংস একেবারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। পন্ত হয়তো লঙ্কান বোলারদের বোলিংয়ে নিজের আইপিএল অনুশীলনটা সেরে রাখলেন। আজ মোহালিতে শ্রীলঙ্কান বোলিংয়ের সীমাবদ্ধতাটা বেরিয়ে এসেছে ভালোভাবে। উইকেটে টার্ন ছিল প্রথম দিনই। কিন্তু সেই সুযোগটা নিতে পারেননি সফরকারীরা। তিন পেসারকে নিয়ে মাঠে নেমেছে তারা। যেখানে ভারতীয় দলে খেলছেন তিন স্পিনার।

শততম টেস্টে পঞ্চাশ পাননি কোহলি
ছবি: এএফপি

এঁদের মধ্যে একজন লাহিরু কুমারা ১০.৫ ওভার বল করেই মাঠ থেকে উঠে গেছেন চোটের কারণে। অন্যরা ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেননি খুব একটা। ভারতের ব্যাটসম্যানরা আধিপত্য বিস্তার করে খেলেছেন প্রায় পুরোটা সময়ই। প্রথম দিনে ৪৪টি বাউন্ডারি মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া শুরুর দিকে ভালো বোলিং করলেও পন্তের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণে গেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। অধিনায়ক রোহিত শর্মা আর মায়াঙ্ক আগারওয়ালের উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। আগে ফেরেন রোহিত, ২৯ রানে। দলীয় ৮০ রানে ফেরেন আগারওয়াল (৩৩)। শততম টেস্টে কোহলির ব্যাটিংয়ে প্রতিশ্রুতি ছিল। গ্যালারিতে মা ও আনুশকা শর্মাকে সাক্ষী রেখে দারুণ একটা গল্প লিখতে পারতেন। কিন্তু ৫০ করার আগেই ফেরেন কোহলি। ৭৬ বলে ৪৫ রান করে এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন। অন্য প্রান্তে হনুমা বিহারি ১২৮ বলে ৫৮ করে বিশ্ব ফার্নান্দোর বলে আউট হয়ে যান।

বিহারি পঞ্চাশের পরই ফিরেছেন
ছবি: এএফপি

এরপরই মোহালি মাঠে রাজত্ব করেছেন পন্ত। উইকেটের চারদিকে মেরে খেলেছেন। টেস্টে বোলারদের মারা যে কত সহজ—পন্তের ব্যাটিং দেখলে সেটিই মনে হবে। কিন্তু এমন একটা ইনিংস খেলেও শত রানটি করতে পেলেন না তিনি। পুরো ইনিংসে ইতিবাচক খেলে দ্বিতীয় নতুন বলে সুরঙ্গা লাকমলকে একটু রক্ষণাত্মক খেলতে চেয়ে বোল্ড হয়েছেন। শ্রেয়াস আইয়ারও ২৭ রানের বেশি করতে পারেননি। তবে দিন শেষে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে দারুণ। ৮২ বলে ৪৫ রান করে অপরাজিত। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ১০ রানে।

এম্বুলদেনিয়াই আজ লঙ্কানদের সেরা বোলার। তিনি ২ উইকেট নিতে অবশ্য খরচ করেছেন ১০৭ রান। একটি করে উইকেট পেয়েছেন সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।