নিজের টেস্ট ক্যাপটাই ভক্তকে দিয়ে দিলেন পাকিস্তানি তারকা
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে এক অদ্ভুত ঘটনাই ঘটেছে! এত অদ্ভুত ঘটনা যে ঘটনাটি যার সঙ্গে ঘটেছে, তিনি সেটি বিশ্বাসই করতে পারছেন না। আর যিনি ঘটিয়েছেন, তিনি পড়েছেন বেশ সমালোচনা আর বিতর্কের মুখে।
নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের ঘটনা সেটি। পাকিস্তানি লেগ স্পিনার হঠাৎ করেই নিজের সবুজ টেস্ট ক্যাপ ছুড়ে মারেন এক দর্শকের দিকে। কিছুটা আবেগপ্রবণ হয়েই। এমনিতে নিউজিল্যান্ডের ক্রিকেট দর্শকদের দুনিয়াজোড়া সুনাম। তাঁরা প্রতিপক্ষকেও সম্মান দেন, সমর্থন দেন। নিউজিল্যান্ডের মাঠগুলোই এমন যে খেলোয়াড়দের সঙ্গে দর্শকেরা যেন মিলেমিশে একাকার হয়ে যান। ইয়াসির শাহ খুব সম্ভবত এমন কিছুতে মুগ্ধ হয়েই এক দর্শককে নিজের টেস্ট ক্যাপটি ছুড়ে দেন। আচমকা পাকিস্তানি লেগ স্পিন তারকার কাছ থেকে টেস্ট ক্যাপটি পেয়ে সেই সৌভাগ্যবান দর্শক বিস্ময়াভিভূত হয়ে পড়েন। নিজের বন্ধুবান্ধবের দিকে তাকিয়ে নিজের অবিশ্বাস্য সৌভাগ্যের ব্যাপারটি ভাগাভাগি করে নেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না, কোনো ক্রিকেটার নিজের টেস্ট ক্যাপ দর্শকদের দিয়ে দিতে পারেন।
ক্রিকেটে টেস্ট খেলাটা বিরাট সম্মানের বিষয় হিসেবেই ধরেন ক্রিকেটাররা। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেকের সময় আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়। তাঁদের কাছে সেটা গৌরব আর স্বীকৃতির স্মারক। অনেক ক্রিকেটারই আছেন অভিষেকে পাওয়া টেস্ট ক্যাপটি দিয়েই গোটা ক্যারিয়ার কাটিয়ে দেন। স্টিভ ওয়াহর সেই বিখ্যাত ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপের কথা সবারই মনে আছে, রংচটা হয়ে যাওয়ার পরও তিনি সেটি পরে খেলতেন। তিনি সেই ক্যাপটি কখনো বদলাননি, কারণ ওটাকে নিজের ক্রিকেটার-সত্তার সবচেয়ে বড়, সবচেয়ে গৌরবের স্মারক মনে করতেন তিনি। রিকি পন্টিংও টেস্ট ক্যাপ ব্যবহারে তাঁর পূর্বসূরিকেই অনুসরণ করেছিলেন। কেবল এ দুজন নন, ক্রিকেটারদের অনেকেই টেস্ট ক্যাপকে আলাদা কিছুই মনে করেন।
ইয়াসির নিজের টেস্ট ক্যাপটি ভক্তদের দিয়ে দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এটা নিয়ে এন্তার আলোচনা, সমালোচনা। ইয়াসিরের এ কাণ্ড সমর্থন করতে পারছেন না অনেকেই। ধারাভাষ্যকারেরাও বলেছেন, নিজের টেস্ট ক্যাপ অন্যকে দিয়ে দেওয়ার ঘটনা খুব বেশি দেখা যাবে না। ভক্তটির দিকে তাকিয়ে দেখুন, সে ব্যাপারটা বিশ্বাসই করতে পারছে না।
ঘটনাটি একেবারেই সমর্থন করতে পারেননি নিউজিল্যান্ড ক্রিকেটার জিমি নিশাম। টুইটারে তিনি এটি নিয়ে বিস্ময় প্রকাশ করে একটা ইমো দিয়ে লিখেছেন, ‘এটা কোনোভাবেই করা উচিত নয়।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের কাছেও বিস্ময়কর ঠেকছে ইয়াসিরের ব্যাপারটি। তিনি মনে করেন, একজন ক্রিকেটার ক্যারিয়ার চলাকালীন টেস্ট ক্যাপ কাউকে দিয়ে দিতে পারেন না। এটা অনুচিত।