ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সাকিবের
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। ধর্ষণ ও নির্যাতন যেন প্রতিদিনের ব্যাপারে পরিণত হয়েছে। সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ কিংবা নোয়াখালিতে গৃহবধূকে নিপীড়নের ঘটনা সবার সহ্যের বাঁধ যেন ভেঙে দিয়েছে। প্রতিবাদ হচ্ছে সাধারণ মানুষের মধ্য থেকে; ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নিয়ে সোচ্চার সবাই। নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এবার নিজের সোচ্চার অবস্থান জানালেন সাকিব আল হাসান। তিনি এক ফেসবুক পোস্টে নৈতিকতার এ অবক্ষয় বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
নিজের পারিবারিক আবহের কথা উল্লেখ করে সাকিব লিখেছেন, ‘অসাধারণ একজন নারীর ছেলে আমি, জীবনে চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে। দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’
নারী ও শিশুদের প্রতি প্রতিনিয়ত জঘন্য অন্যায়, অপরাধ ও সহিংসতাগুলোর বিরুদ্ধে নিজের ঘৃণা প্রকাশ করেছেন দেশসেরা এই ক্রিকেট তারকা, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আর আমি চুপ করে থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা আর সহিংসতার বিরুদ্ধে।’
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে দেশের মানুষকে রক্ষা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেভাবে লড়েছিলেন, নারীর নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা রোধে সবাইকে ঠিক সেভাবেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাকিব, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’
সাকিব তাঁর পোস্টে সবাইকে সাবধান করে দিয়েছেন। তিনি মনে করেন, নারীর প্রতি যাবতীয় সহিসংতা বন্ধে এ সমাজ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এর শিকার সবাইকেই হতে হবে, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের কেউ হতে পারে এই নির্মমতার শিকার।’
নোয়াখালির বেগমগঞ্জে সম্প্রতি নারীর প্রতি সহিংসতার এক ঘটনা নাড়িয়ে দিয়েছেন সবাইকে। গত ২ সেপ্টেম্বর রাতে ১৪/১৫ জন যুবকের একটি দল দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। ঘটনাটি বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালে থাকার পর ফেসবুকের মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে। বর্বর এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার থেকেই সারা দেশ ফুঁসে উঠেছে। চলছে প্রতিবাদ। ‘মানুষ তুমি চুপ কেন’—এমন স্লোগান দিয়ে পথে নেমেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রতিবাদ। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার রেশ থাকতেই এমন ঘটনা বাড়িয়ে দিয়েছে বিবেকবান মানুষের উদ্বেগ।