দ্রুততম ৮ হাজারের রেকর্ড স্মিথের
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেই সুযোগটা পেয়েছিলেন স্টিভেন স্মিথ। ১৫০তম ইনিংসে ৭৯৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। টেস্টে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক গড়তে দরকার ছিল ৬৬ রান।
কিন্তু বেরসিক পাকিস্তানি পেসার নাসিম শাহ মাত্র ৭ রান দূরে থাকতে স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। ৫৯ রানে আউট হন স্মিথ। অপেক্ষা ছিল দ্বিতীয় ইনিংসের। আজ চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে কুমার সাঙ্গাকারাকে টপকে রেকর্ডটি গড়লেন অস্ট্রেলিয়ান তারকা।
২০১০ সালে ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ক্যারিয়ারের ১৫২তম ইনিংসে রেকর্ডটি গড়েন সাঙ্গাকারা। ২০০২ সালে কিংস্টনে শচীন টেন্ডুলকারের গড়া ১৫৪ ইনিংসে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়েন সাঙ্গাকারা। এক যুগ পর লাহোর টেস্টে তা নতুন করে লেখালেন স্মিথ।
হাসান আলীকে দারুণ ড্রাইভে চার মেরে ক্যারিয়ারের ১৫১তম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক টপকে গেলেন স্মিথ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২০২ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ৩২৫ রানের লিড নিয়েছে সফরকারী দল। উসমান খাজা ১০০ রানে এবং স্মিথ ১২ রানে ব্যাট করছিলেন।
ম্যাচ খেলার হিসেবেও বাকিদের চেয়ে এগিয়ে স্মিথ। ক্যারিয়ারের ৮৫তম টেস্টে রেকর্ডটি গড়লেন। সাঙ্গাকারার লেগেছে ৯১ ম্যাচ, টেন্ডুলকারের ৯৬ ম্যাচ। ভারতীয় কিংবদন্তি যার রেকর্ড ভেঙেছিলেন, সেই স্যার গারফিল্ড সোবার্স দ্রুততম ৮ হাজার রানের কীর্তি গড়েন ৯১তম টেস্টে। ১৯৭৪ সালে কিংস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১৫৭তম ইনিংসে রেকর্ডটি গড়েন সোবার্স।
সময়ের হিসেবে অবশ্য সাঙ্গাকারার চেয়ে পিছিয়ে থাকবেন স্মিথ। ২০০০ সালে অভিষেকের পর ১০ বছর ১৪ দিনে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ড গড়েন লঙ্কান কিংবদন্তি। স্মিথের লাগল ১১ বছর ৮ মাস ১১ দিন।
অভিষেকের ৯ বছর ১৭৩ দিনে এসে ৮ হাজার রানের দেখা পেয়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ইনিংসের হিসেবে দ্রাবিড়ের অবশ্য ১৫৮ ইনিংস লেগেছিল। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৮ বছর ৩২ দিনে ৮ হাজার রানের দেখা পেলেও তাঁর লেগেছে ১৭৮ ইনিংস।