দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ও তাসকিনের প্রথম
দেশের বাইরে সপ্তম ওয়ানডে সিরিজ জয়ের পথে বলের হিসেবে সবচেয়ে বড় জয়টিও তুলে নিয়েছে বাংলাদেশ।
দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়
বাংলাদেশের ৯ উইকেটের জয়…
• উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ চারবার জিতেছে ৯ উইকেটে।
• দেশের বাইরে প্রথমবার ৯ উইকেট জিতল বাংলাদেশ।
• প্রথম দল হিসেবে বাংলাদেশের কাছে দুবার ৯ উইকেট হারল প্রোটিয়ারা। প্রথমবার ২০১৫ সালে চট্টগ্রামে।
১৪১
অব্যবহৃত বলের হিসেবে দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ১৩৮ বল, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে।
৩
ওয়ানডেতে তৃতীয়বার প্রথম উইকেটে শতরানের জুটি গড়লেন তামিম ইকবাল ও লিটন দাস। বাংলাদেশের উদ্বোধনী জুটিতে এর চেয়ে বেশি শতক আছে শুধু তামিম-সৌম্য জুটির (৪টি)।
১২৭
তামিম-লিটনের জুটি ওয়ানডেতে দেশের বাইরে উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বোচ্চ।
১৪৪, তামিম-সৌম্য, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ডাবলিন, ২০১৯
১৩৭, আতহার-রফিক, বিপক্ষ কেনিয়া ভেন্যু হায়দরাবাদ ১৯৯৮
১২৭, তামিম-লিটন, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভেন্যু সেঞ্চুরিয়ন ২০২২
তাসকিনের প্রথম
৯১ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে আজই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হলেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো সিরিজসেরাও হয়েছেন বাংলাদেশের পেসার।