২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ও তাসকিনের প্রথম

দেশের বাইরে সপ্তম ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশছবি: এএফপি

দেশের বাইরে সপ্তম ওয়ানডে সিরিজ জয়ের পথে বলের হিসেবে সবচেয়ে বড় জয়টিও তুলে নিয়েছে বাংলাদেশ।

দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম সিরিজ জয়ে সাক্ষী হলেন তাঁরা
ছবি: এএফপি

বাংলাদেশের ৯ উইকেটের জয়…

• উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ চারবার জিতেছে ৯ উইকেটে।
• দেশের বাইরে প্রথমবার ৯ উইকেট জিতল বাংলাদেশ।
• প্রথম দল হিসেবে বাংলাদেশের কাছে দুবার ৯ উইকেট হারল প্রোটিয়ারা। প্রথমবার ২০১৫ সালে চট্টগ্রামে।

১৪১

অব্যবহৃত বলের হিসেবে দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ১৩৮ বল, ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে।

আরেকটি ১০০ ছাড়ানো জুটি গড়লেন তামিম–লিটন জুটি
ছবি: এএফপি

ওয়ানডেতে তৃতীয়বার প্রথম উইকেটে শতরানের জুটি গড়লেন তামিম ইকবাল ও লিটন দাস। বাংলাদেশের উদ্বোধনী জুটিতে এর চেয়ে বেশি শতক আছে শুধু তামিম-সৌম্য জুটির (৪টি)।

১২৭

তামিম-লিটনের জুটি ওয়ানডেতে দেশের বাইরে উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বোচ্চ।
১৪৪, তামিম-সৌম্য, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ডাবলিন, ২০১৯
১৩৭, আতহার-রফিক, বিপক্ষ কেনিয়া ভেন্যু হায়দরাবাদ ১৯৯৮
১২৭, তামিম-লিটন, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ভেন্যু সেঞ্চুরিয়ন ২০২২

তাসকিনের প্রথম

জোড়া পুরস্কার হাতে তাসকিন আহমেদ
ছবি: এএফপি

৯১ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে আজই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হলেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো সিরিজসেরাও হয়েছেন বাংলাদেশের পেসার।