২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দুটি টেস্ট ম্যাচ ড্র, দুটিই বৃষ্টির কল্যাণে

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ডিন এলগার। সিরিজ শেষে হাসবেন কে?ফাইল ছবি
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা মানেই বাংলাদেশের দুর্দশার গল্প। ১২ টেস্ট খেলে ১০টিতে হারই যেটির প্রমাণ। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের দুটি ম্যাচ ড্র হওয়ার পেছনে বৃষ্টির অবদানই সবচেয়ে বেশি। চট্টগ্রামে শেষ দুদিন ও মিরপুরে শেষ চার দিনই খেলা হতে পারেনি। চট্টগ্রামে মোস্তাফিজের দারুণ বোলিংয়ে প্রোটিয়াদের ২৪৮ রান অলআউট করার পর ৩২৬ রান করে লিড নিয়েছিল বাংলাদেশ।
দেখে নিন দুই দলের টেস্ট ইতিহাসের দলীয় রেকর্ডগুলো—

টেস্টে দুটি দলের বিপক্ষে ৪০০ করতে পারেনি বাংলাদেশ—আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ৩২৬ রান। দুদলের দলীয় সর্বোচ্চ তালিকায় ২০১৫ সালে চট্টগ্রামের সেই ইনিংস আছে ১০ম স্থানে।

দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ মাত্র একবারই ২০০ রানের নিচে অলআউট করেছে। ২০০৮ সালে মিরপুরের সেই ম্যাচে প্রথম ইনিংসে ২২ রানের লিড নেওয়া বাংলাদেশ হেরেছিল ৫ উইকেটে। দুই দলের সর্বনিম্ন ইনিংসের প্রথম আটটিই বাংলাদেশের।