দুই বছর নিষেধাজ্ঞার মুখে ক্রিকেটারকে হুমকি দেওয়া ভারতীয় সাংবাদিক

ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন বোরিয়া মজুমদারফাইল ছবি

সাক্ষাৎকার চেয়েও না পেয়ে ঋদ্ধিমান সাহাকে ব্ল্যাকমেল করার হুমকি দিয়েছিলেন এক সাংবাদিক। প্রথমে তাঁর নাম প্রকাশ না করলেও আচরণ ও টুইট করা স্ক্রিনশট দেখে সবাই বুঝে নিয়েছিলেন, এ কাজ পশ্চিম বাংলার সাংবাদিক ও বোর্ড সভাপতির প্রিয়পাত্র বলে পরিচিত বোরিয়া মজুমদারের। বেশ কিছুদিন চুপ থেকে কদিন পর নিজেই ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে অভিযোগ তুলে সব সন্দেহ দূর করে দিয়েছিলেন এই সাংবাদিক।

এ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিন সদস্যের কমিটি নাকি এ ঘটনায় বোরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। আর এ কারণে দুই বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও নেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ খবর।

গত ১৯ ফেব্রুয়ারি প্রথম অভিযোগ তোলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান তখন ওই সাংবাদিকের নাম প্রকাশ করেননি। ভারতের ক্রিকেটার তখন যা বলেছিলেন, তার মর্মার্থ দাঁড়িয়েছিল এ রকম—সাক্ষাৎকার নেওয়ার জন্য ওই সাংবাদিক হোয়াটসঅ্যাপ বার্তায় তাঁকে পটানোর চেষ্টা করেছিলেন। যখন তা করতে পারেননি, হুমকি দিয়েছেন তখনই। তা-ও হোয়াটসঅ্যাপ বার্তায়। সে বার্তায় বলা হয়েছিল, ‘তুমি কল করলে না। আর কখনো তোমার সাক্ষাৎকার নেব না। আমি এই অপমান সহজে নিচ্ছি না। আমি এটা মনে রাখব।’

ঋদ্ধিমান সাহাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন বোরিয়া
ফাইল ছবি

ঋদ্ধিমান না বললেও তাঁকে হুমকি দেওয়া সেই সাংবাদিক যে কে, ঋদ্ধিমানের টুইট করা স্ক্রিনশট দেখে বুঝে গিয়েছিলেন সবাই। এ নিয়ে বেশ কিছুদিন চুপ থাকার পর গত ৫ মার্চ টুইটারেই এক ভিডিও পোস্ট করেন বোরিয়া মজুমদার। সেখানে তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, ‘আমার আইনজীবীরা ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন।’

বোরিয়া দাবি করেছিলেন, ঋদ্ধিমান হোয়াটসঅ্যাপে তাঁদের দুজনের বার্তাবিনিময়ের যে স্ক্রিনশট দিয়েছেন, সেগুলো বিকৃত করা। বার্তা পাঠানোর তারিখ মুছে দিয়ে ও ভিন্ন দিনের বার্তা এক করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন ঋদ্ধিমান সাহা।

কিন্তু তিন সদস্যের কমিটি নাকি তদন্ত শেষে ক্রিকেটার নয়, সাংবাদিকেরই দোষ দেখছে। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না হওয়ার শর্তে দ্য সানডে এক্সপ্রেসকে বলেন, ‘আমরা ভারতের ক্রিকেট বোর্ডের সব রাজ্য সংস্থাকে জানিয়ে দেব, তাকে যেন কোনো স্টেডিয়ামে ঢুকতে না দেওয়া হয়। তাকে দেশের মাঠে কোনো ম্যাচের মিডিয়া অ্যাক্রেডিটেশন দেওয়া হবে না। আইসিসির কাছেও চিঠি পাঠিয়ে তাঁকে কালো তালিকাভুক্ত করা হবে। খেলোয়াড়দের বলা হবে যেন তার সঙ্গে সম্পর্ক না রাখে।’

এ ব্যাপারে এক্সপ্রেস তাঁর সঙ্গে যোগাযোগ করলেও গতকাল কথা বলেননি বোরিয়া।