দলটা অস্ট্রেলিয়া, তাই এমন নিরাপত্তাব্যবস্থা

অনুশীলনে অস্ট্রেলিয়া দলছবি: প্রথম আলো

রাস্তাঘাট আগে থেকেই ফাঁকা করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের মধ্যে তৎপর ভাব। কিছুক্ষণের মধ্যেই অনুশীলনের জন্য মাঠে আসবে অস্ট্রেলিয়া। তার আগেই সবাই সতর্ক। সবাইকে আগে থেকেই সতর্ক করার ব্যবস্থাও করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দল মাঠে পাঠানোর আগেই পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার পর্যবেক্ষক দল। তাঁরা মিরপুর স্টেডিয়ামের ড্রেসিংরুম ও একাডেমি মাঠ ঘুরে দেখার ঘণ্টাখানেক পরে মাঠে আসেন অস্ট্রেলীয়রা।

স্টার্করা আজ বোলিং অনুশীলন করেননি
ছবি: প্রথম আলো

মিরপুর স্বাভাবিকভাবেই তখন ব্যস্ততার তুঙ্গে। নিরাপত্তাকর্মীদের মধ্যে হুট করেই চলে আসে ‘সিরিয়াস’ ভাব। ব্যস্ততা বাড়ে সংবাদকর্মীদেরও। অস্ট্রেলিয়া দলকে ক্যামেরাবন্দী করার চেষ্টায় লেগে যায় হইচই। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটাররা যেন দূর আকাশের তারা। তাঁদের অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের প্লাজার সামনে দাঁড়াতেও নিষেধ করা হয়। অগত্যা প্রেসবক্সের ছাদ থেকে অস্ট্রেলিয়ার অনুশীলন দেখতে হয়েছে সাংবাদিকদের।

অনুশীলনের আগে মাঠের পরিস্থিতি দেখে নিয়েছে অস্ট্রেলিয়া
ছবি: প্রথম আলো

সকালে বাংলাদেশ দলের অনুশীলনে অবশ্য এত নিরাপত্তাব্যবস্থা ছিল না। দলটা অস্ট্রেলিয়া, সে জন্যই এমন নিরাপত্তাব্যবস্থা। অনুশীলনের সময় অস্ট্রেলীয়দের আশপাশে কোনো মাঠকর্মীকে দেখা যায়নি। মাঠে এসেই অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার মিরপুরের উইকেট পরখ করেন। ল্যাঙ্গার একাডেমি মাঠ দেখে আসার পর শুরু হয় অস্ট্রেলিয়ার অনুশীলন। যেখানে মূল মনোযোগটা ছিল ফিল্ডিংয়ে।

কিছুক্ষণ গা গরমের পর অস্ট্রেলীয় দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হন। ফাস্ট বোলারদের দলটা মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে দল বেঁধে ফিটনেস নিয়ে কাজ করে। ব্যাটসম্যান, স্পিনার ও মিডিয়াম পেসারদের নিয়ে ল্যাঙ্গার যান একাডেমি মাঠের নেটে। সেখানে ঘণ্টাখানেক ব্যাট করেন ম্যাথু ওয়েড, জস ফিলিপে, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শরা।

আজ উইকেট নিয়ে আগ্রহ বেশি ছিল অস্ট্রেলিয়ার
ছবি: প্রথম আলো

ব্যাটসম্যানদের নিয়ে অস্ট্রেলীয় কোচের মূল মনোযোগ ছিল স্পিনকেন্দ্রিক। অ্যাডাম জ্যাম্পা, মিচেল সোয়েপসন, অ্যাশটন অ্যাগার, অ্যাশটন টার্নাররা ঘুরেফিরে বল করেছেন নিজ দলের ব্যাটসম্যানদের। মিডিয়াম পেসার ড্যান ক্রিস্টিয়ান ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং অনুশীলনে গতি বলতে কিছুই ছিল না। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া কী ধরনের বোলিং প্রত্যাশা করছে, তা দলটির অনুশীলন দেখলেই আঁচ করা যায়।

মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, রাইলি মেরেডিথদের মতো ফাস্ট বোলাররা আজ বল করেননি। তবে দিনের আলো ফুরিয়ে যাওয়ার পর ফ্লাডলাইটের আলোয় ক্যাচিং অনুশীলনে অস্ট্রেলিয়া দলের সবাইকে অংশ নিতে দেখা যায়।