তাসকিনকে তামিম, ‘এটাই তোর আইপিএল’

আইপিএলে ডাক পেয়েও যাওয়া হয়নি তাসকিনেরছবি: এএফপি

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যতক্ষণে মার্ক উডের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইয়ের নাম ঘোষণা করল, তাসকিন আহমেদ ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়ে গেছেন ততক্ষণে। জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে নেওয়া হচ্ছে, এমন ধারণা করা হলেও শেষ পর্যন্ত মুজারাবানিকে আইপিএলের নতুন দলটি নিয়েছে নেট বোলার হিসেবে। অথচ টাইয়ের জায়গায় লক্ষ্ণৌ ঘোষণা করতে পারত তাসকিন আহমেদের নাম।

বাংলাদেশ ফাস্ট বোলারের প্রতি আগ্রহ দেখিয়েছিল লক্ষ্ণৌ। তবে শর্ত ছিল, দক্ষিণ আফ্রিকা সিরিজ বাদ দিয়েই যেতে হবে তাঁকে। বিসিবি অনাপত্তিপত্র দেয়নি তাসকিনকে। বাংলাদেশের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেঞ্চুরিয়নে গতকালের পারফরম্যান্সেই তো দেখালেন! তাসকিন ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা, ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। পুরস্কার নিতে গিয়ে অধিনায়ক তামিম ইকবালের ‘সান্ত্বনা’ও পেয়েছেন তাসকিন। তামিম বলেছেন, তাসকিনের আইপিএল তো দক্ষিণ আফ্রিকাতেই!

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেওয়ার কাজে নেতৃত্ব দিয়েছেন তাসকিন
ছবি: এএফপি

পুরস্কারের দুই স্মারক হাতে তাসকিনের হাসিটা ছিল দেখার মতোই। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তামিম তাসকিনের আইপিএলে সুযোগ পাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘দেশের হয়ে খেলার মতো বড় কিছু নেই। কোনো কিছুই আপনাকে এর চেয়ে বেশি অনুপ্রেরণা জোগাতে পারবে না। তাসকিন আইপিএলে খেলার দারুণ একটা সুযোগ পেয়েছিল। সে তরুণ, ওর জন্য অনেক বড় একটা ব্যাপার এটি। আপনি সাধারণত এমন সুযোগ হারাতে চাইবেন না।’

তবে এ নিয়ে আক্ষেপ নেই তাসকিনের, জানিয়েছেন তামিম, ‘সে খুশি, দেশের জন্য খেলেছে। সে যখন পুরস্কার বিতরণীতে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেল, আমি ওকে বলেছি, “এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়েও বড়।” সে আমার সঙ্গে একমত হয়েছে।’

ম্যাচসেরা ও সিরিজসেরা, দুই পুরস্কারই জিতেছেন বাংলাদেশ ফাস্ট বোলার তাসকিন
ছবি: এএফপি

তামিমের পুরো বিপরীত পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার। ওয়ানডে সিরিজে পেলেও টেস্ট সিরিজে শীর্ষ সারির কোনো ফাস্ট বোলারকেই পাবে না দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের পরই আইপিএল খেলতে যাবেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা।

বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর সফরকারীদের কৃতিত্ব দিয়েছেন বাভুমা। তবে সামনে আইপিএল রেখে তাঁর খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘তিন ম্যাচ সিরিজে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। ছেলেরা ব্যক্তিগতভাবে বলতে পারবে, আইপিএলের কারণে তাদের মনযোগে ব্যাঘাত ঘটেছে কি না। তাদের নিজেদেরই জিজ্ঞাসা করতে হবে। তবে এটি কোনো অজুহাত হতে পারে না।’