তামিমের ১৬২, ইবাদতের ৩ উইকেট
তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনটা ব্যাটিং করে কাটিয়েছে বাংলাদেশ দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয়দিনটা যে বোলারদের প্রস্তুতির জন্য বরাদ্ধ থাকবে সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু দিন শেষে বোলারদের প্রস্তুতিটা প্রত্যাশা মতো হলো কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালের সেশনে তামিম ইকবালের অপরাজিত ১৬২ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ দল ৭ উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে। ২৮৭ বলে ২১টি চার ও ১টি ছক্কা ছিল তামিমের ইনিংসে। জবাবে স্বাগতিকরা দারুণ এক শুরু পেয়েছে দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জেরেমি সলোজানোর সৌজন্যে।
ত্যাগনারায়ণ ৫৯ রান করে রেজাউর রহমানের বলে বোল্ড হলেও দিন শেষে ৮৩ রানে অপরাজিত আছেন সলোজানো। ২৬ বছর বয়সী এই ওপেনারের ইনিংসে ভর করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রানে দিন শেষ করেছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ফাস্ট বোলার ইবাদত হোসেন।
দ্বিতীয় দিন বাংলাদেশ দলের ৬ বোলার হাত ঘুরিয়েছেন। ইবাদত ও রেজাউর ছাড়া বাকিরা উইকেট শুন্য ছিলেন। তবে উইকেট শিকারি দুই বোলারই বেশ খরুচে বোলিং করেছেন। ইবাদত ১২ ওভারে ৫১ রান দিয়েছেন, রেজাউর ১৩ ওভারে ৪৭। তবে মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ উইকেট না পেলেও রান থামিয়ে রেখেছেন।
মিরাজ ১৩ ওভারে মাত্র ২৫ রান দিয়েছেন, খালেদের ১২ ওভার থেকে ৩১ রান নিতে পেরেছে উইন্ডিজরা।
তবে বাংলাদেশ দলের বোলারদের বড় পরীক্ষাটা নিয়েছেন ত্যাগনারায়ণ ও সলোজানো। দুজনকে বিচ্ছিন্ন করতে অপেক্ষা করতে হয়ে ৩৫ ওভার। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১০৯ রান। দ্বিতীয় উইকেটের দেখা পেতে আরও ১১ ওভারের অপেক্ষা। এরপর ৪৭তম ওভারে ইবাদত জোড়া আঘাতে আউট হন টেভিন ইমলাখ ও আলিক আথানাজ। ইবাদতের স্পেলে দীর্ঘ হয়নি রোস্টন চেজের ইনিংসও। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ৬ রানের মাথায় আউট করেন ইবাদত। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের বোলারদের সাফল্য বলতে এটুকুই।
এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন মোসাদ্দেক হোসেন। বিশেষ করে তামিম ও নাজমুল হোসেনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, 'প্রস্তুতি ম্যাচ থেকে ব্যাটসম্যানরা দারুণ আত্মবিশ্বাস অর্জন করছে। তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করছেন। শান্তও ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি ব্যাটসম্যানদের প্রস্তুতিটা ভালোই হচ্ছে।'
প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স অ্যান্টিগায় আগামী ১৬ জুন প্রথম টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করেন মোসাদ্দেক, 'প্রথম টেস্টের আগে এই প্রস্তুতি ম্যাচটা সাহায্য করবে। বিশেষ করে এখানকার কন্ডিশন বাংলাদেশ থেকে একটু ভিন্ন। বল একটু বেশি মুভমেন্ট থাকে, উইকেট ও বাংলাদেশ থেকে সাধারণত বাউন্সি হয়। ম্যাচটা তাই সবদিক থেকে আমাদের কাজে দেবে। ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস নিতে পারবে এখান থেকে।'
প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তাও বয়ে এনেছে। প্রথমদিন ব্যাটিংয়ের সময় পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছেন ইয়াসির আলী। দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর করা লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, চোট না সারায় দ্বিতীয় দিনও ইয়াসির মাঠে নামেননি।