তামিম ও সাকিবের দুই রকম ‘প্রথম’

জোড়া শূন্য পেয়েছেন তামিম ইকবালছবি: শামসুল হক
মিরপুর টেস্টের চতুর্থ দিনটা অনেকগুলো ‘প্রথম’ উপহার দিয়েছে। প্রথম বোলার হিসেবে টেস্টে বাংলাদেশের মাটিতে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তামিম প্রথমবার ‘পেয়ার’ পেয়েছেন। ‘প্রথম’ আছে আরও কয়েকটি।

নিজেদের টেস্ট ইতিহাসের এই প্রথম ম্যাচের দুই ইনিংসেই ২৫ রানের কমে প্রথম ৪ উইকেট হারাল বাংলাদেশ।

৬৭ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ‘পেয়ার’ বা জোড়া শূন্য পেলেন তামিম ইকবাল। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৩৪ বার জোড়া শূন্য পেয়েছেন। সর্বোচ্চ তিনবার জোড়া শূন্যের দেখা পেয়েছেন সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম।

টেস্টে তিনবার বাংলাদেশের ওপেনাররা জোড়া শূন্য পেয়েছেন, এর দুবারই ২০২২ সালে। তামিমের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে মাহমুদুল হাসান। প্রথমজন জাভেদ ওমর, ২০০৭ সালে মিরপুরে ভারতের বিপক্ষে।

আরও পড়ুন
টেস্ট ক্যারিয়ারে ১৯তম বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাকিব
ছবি: প্রথম আলো

সাকিবের ৫/৯৬…

• টেস্ট ক্যারিয়ারে ১৯তম বার ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব। টেস্ট ক্রিকেটে সাকিবের চেয়ে বেশি ৫ উইকেট আছে আট স্পিনারের। সবচেয়ে বেশি ৬৭ বার ৫ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। সাকিবের সমান ১৯ বার ৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়নও।
• টেস্টে মিরপুরে অষ্টমবার ৫ উইকেট পেলেন সাকিব। এক ভেন্যুতে সাকিবের চেয়ে বেশি ৫ উইকেট আছে শুধু দুই শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথের। মুরালিধরন কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ১৪ বার এবং ক্যান্ডি ও গলে ১১ বার করে ৫ উইকেট নিয়েছেন। হেরাথ গল ও এসএসসিতে ৯ বার করে ৫ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

১৫১

প্রথম বোলার হিসেবে বাংলাদেশের মাটিতে টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। টেস্টে এক দেশে সবচেয়ে বেশি উইকেট মুরালিধরনের। টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক শ্রীলঙ্কায় পেয়েছেন ৪৯৩ উইকেট।

বাংলাদেশে টেস্টে সবচেয়ে বেশি উইকেটে

৪/১৪৮


টেস্টে দেশের মাটিতে এই প্রথম ৪ উইকেট পেলেন ইবাদত হোসেন। বাংলাদেশের পেসারের দেশের মাটিতে আগের সেরা ২/৪৭, গত বছর পাকিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন
দিনেশ চান্ডিমাল (বাঁয়ে) ও অ্যাঞ্জেলো ম্যাথুস, দুজনই সেঞ্চুরি পেয়েছেন
ছবি: প্রথম আলো

১৯৯

অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ। আগের রেকর্ড ১৭৯, ২০১৪ সালে মিরপুরেই মাহেলা জয়বর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথুসের। টেস্টে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে বড় জুটি আছে দুটি। ৩৩৯ রানের সবচেয়ে বড় জুটিটা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালামের, ২০১০ সালে হ্যামিল্টনে।

৯৯ ও ১৯৯

চট্টগ্রামে প্রথম টেস্টে ৯৯ রানের জুটি গড়েছিলেন দিনেশ চান্ডিমাল ও নিরোশান ডিকভেলা। মিরপুরে দ্বিতীয় টেস্টে ১৯৯ রানের জুটি চান্ডিমাল-ম্যাথুসের। টেস্টে ইতিহাসে এই প্রথম একই সিরিজে ৯৯ ও ১৯৯ রানের জুটি হলো।

১৬

বাংলাদেশে শ্রীলঙ্কানদের টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশ সফরে সেঞ্চুরিতে ভারতকে পেছনে ফেলল লঙ্কানরা। বাংলাদেশে ১৫টি টেস্ট সেঞ্চুরি ভারতীয়দের।

আরও পড়ুন
শূন্য রানে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক
ছবি: প্রথম আলো

• চার বছর পর বাংলাদেশের মাটিতে এক ইনিংসে সফরকারী দলের দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। ২০১৮ সালে চট্টগ্রামে এক ইনিংসে তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানরাই।
• ২০১৫ সালের পর এক পঞ্জিকাবর্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি পেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

৫০০

বাংলাদেশে বাংলাদেশের বিপক্ষে চার বছর পর ৫০০ রান করল কোনো সফরকারী দল। এবারের আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কাই করেছিল ৭১৩ রান। মিরপুরে ২০১৫ সালের পর প্রথম বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান হলো। ২০১৫ সালে পাকিস্তান করেছিল ৫৫৭।

আরও পড়ুন