ঢাকার তাসকিন বরিশালে দুর্দান্ত খেলতে চান
তাসকিন আহমেদ ঢাকার ছেলে। তাঁর মৃদু আফসোস, বিসিবির ফ্র্যাঞ্চাইজি কিংবা পৃষ্ঠপোষকভিত্তিক টুর্নামেন্টে কখনো খেলা হয়নি ঢাকার হয়ে। এবার বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপেও ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি তাসকিনের। তাঁকে নিয়েছে ফরচুন বরিশাল।
ঢাকার ছেলের ঢাকার হয়ে না খেলার একটু আফসোস থাকলেও তাসকিন অবশ্য রোমাঞ্চিত প্রথমবারের মতো বরিশালে সুযোগ পেয়ে, ‘আমি ঢাকার ছেলে। কিন্তু টি-টোয়েন্টি টুর্নামেন্টে কখনো ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি। চট্টগ্রাম-সিলেট-রংপুরে খেলেছি। এবার বরিশালে সুযোগ পেয়ে রোমাঞ্চিত। মাত্রই দলের লোগো ও জার্সি উন্মোচিত হয়েছে। আশা করি আমাদের সামনের যাত্রাটাও ভালো হবে।’
বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপের প্রথম দল হিসেবে বেশ ঘটা করেই আজ লোগো ও জার্সি উন্মোচন করেছে ফরচুন বরিশাল। সোনারগাঁও হোটেলের অনুষ্ঠানে এসেছিলেন দলের বেশির ভাগ খেলোয়াড় আর কোচিং স্টাফের সদস্যরা। পিএসএল খেলতে যাওয়ায় দলের সবচেয়ে বড় তারকা তামিম ইকবাল থাকতে পারেননি অনুষ্ঠানে। লোগো ও জার্সি উন্মোচন শেষে দলের তারকা পেসার তাসকিন জানালেন তাঁদের দলের লক্ষ্য, ‘প্রথমবারের মতো বরিশালের হয়ে কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে চাই। লক্ষ্য থাকবে ফাইনাল খেলা।’ ২৫ বছর বয়সী আত্মবিশ্বাসী কণ্ঠে আরও যোগ করেন, ‘কাগজ-কলমে বলা কঠিন। দিন শেষে যারা ভালো খেলবে, তারা জিতবে। তবে আমাদের যে দল, যদি সবকিছু কাজে লাগাতে পারি, ফাইনাল খেলতে পারব আশা করি।’
সর্বশেষ প্রেসিডেন্টস কাপে দারুণ বোলিং করেছেন তাসকিন। ৫ ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। পরিসংখ্যানের চেয়ে নিজেকে ফিরে পাওয়ার ক্ষুধা, ফিটনেস, আক্রমণাত্মক বোলিং দিয়ে বিশেষ নজর কেড়েছেন। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো একাধিকবার প্রশংসাও করেছেন তাঁকে নিয়ে। তাসকিনের লক্ষ্য, এই টুর্নামেন্টেও ধরে রাখবেন ছন্দটা, ‘লকডাউনে নিজের ফিটনেসে নিয়ে অনেক কাজ করেছি। এখন শুধু চেষ্টা করব প্রক্রিয়াটা ঠিক রাখতে। ভালো-খারাপ খেলি সেটি পরের ব্যাপার, আমি আমার শৃঙ্খল জীবনযাত্রা এবং প্রসেস বা অনুশীলনের ধরনটা ধরে রাখতে চাই।’
ফরচুন বরিশালে খেলছেন মেহেদী হাসান মিরাজও। ২৩ বছর বয়সী স্পিন–অলরাউন্ডার বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপকে দেখছেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি হিসেবে, ‘বিদেশি ক্রিকেটার না থাকায় স্থানীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খুব ভালো সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করার। এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। অনেক দিন পর এ ধরনের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাচ্ছি। সবাই উন্মুখ হয়ে আছে ভালো খেলার। আমি সর্বশেষ টুর্নামেন্ট ভালো খেলতে পারিনি। চেষ্টা করব এটাতে ভালো করে সামনের আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিটা ভালোভাবে নিতে।’
ফরচুন বরিশাল
তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন, কামরুল ইসলাম, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।