ডিআরএস থেকে ‘আম্পায়ারস কল’ বাতিলের সময় এসেছে
করাচির মাটিতে উসমান খাজার প্রথম শতকে ২৫১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনে রান তোলায় খাজা সঙ্গী হিসেবে পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথকে। দ্বিতীয় দিনে রান তোলার কাজে খাজার প্রথম সঙ্গী ছিলেন আগের দিনের নাইটওয়াচম্যান নাথান লায়ন। ৬২ বলে ৩৮ রান করে লায়ন বেশ ভালোই সঙ্গ দিয়েছেন খাজাকে।
কিন্তু পাকিস্তানের আক্ষেপ হতে পারে এই ভেবে যে ডিআরএস বিতর্কে না পড়লে ৩৪ তো পরের কথা, ২ রানও যোগ হয় না লায়নের নামের পাশে!
হ্যাঁ, আজ সকাল সকাল ডিআরএস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল করাচি টেস্টে। ৯৩তম ওভারের প্রথম বলে হাসান আলীর বলে এলবিডব্লুর বড় একটা আবেদন করেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। আম্পায়ার তাতে সাড়া দেননি। হাসানের গুড লেংথের বল কিছুটা ভেতরে ঢুকে লায়নের সামনের প্যাডে লেগেছিল। বলের লাইন বুঝতে গড়বড় করে ফেলেছিলেন অস্ট্রেলিয়ার ‘নাইটওয়াচম্যান’। বলটা প্যাডের একটু ওপরেই লেগেছিল। বল পিচ করেছিল বাইরে। বাইরে পিচ করে ভেতরে ঢোকা বল স্ট্যাম্প মিস করতে পারে, এমনটা ভেবেই কিনা আম্পায়ার আলিম দার লায়নকে আউট দিলেন না।
পাকিস্তানও রিভিউ নিতে দেরি করেনি। কিন্তু রিভিউতে দেখা গেল, বাইরে পিচ করলেও ঠিকই লেগ স্ট্যাম্পে লাগত। কিন্তু ওই যে, ‘আম্পায়ার্স কল’ বলে একটা কথা আছে। বল বাইরে পিচ করেছে দেখে যেহেতু আম্পায়ার আউট দেননি, তাই সিদ্ধান্তও বদল হয়নি।
স্ট্যাম্পে লাগার পরেও পাকিস্তানের আউট না পাওয়ার ঘটনায় চটেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাইক হেজম্যান। সব দেখেশুনে তাঁর মনে হয়েছে, ডিআরএস থেকে এই ‘আম্পায়ার্স কল’ তুলে দেওয়ার সময় এসেছে। এ নিয়মই শেষমেশ বাঁচিয়েছে লায়নকে।
হেজম্যানের মতে, ‘পাকিস্তান নিশ্চিত ছিল ওটা আউটই। কিন্তু আম্পায়ার্স কলই বাঁচিয়ে দিল লায়নকে। আম্পায়ার যদি আউট দিয়ে দিত, তাহলে এত সংশয় থাকত না। সব দেখে হাসান আলীও হতাশায় মাথা নাড়িয়েছে। আমার মনে হয় আম্পায়ার্স কল নিয়ে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। নিয়মটা বাদ দিয়ে দেওয়া উচিত। আমার কাছে ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না। কঠিন পরিস্থিতিতে একদম ক্ষুদ্রাতিক্ষুদ্র সময়ের ব্যবধানে যে সিদ্ধান্ত দেওয়া হয়, সেটির ওপর ভিত্তি করে আউট বা নট আউটের এত বড় সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।’
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান সাইমন ক্যাটিচও সম্মত হয়েছেন হেজম্যানের সঙ্গে, ‘আমার মনে হয়, এ নিয়মের দিকে একটু নজর দেওয়া উচিত। কারণ, শুরুতে দেওয়া সিদ্ধান্তের কারণে এটাকে নট আউট বলা হলেও রিপ্লের পর বোঝাই যাচ্ছে, এটা আউট ছিল।’
সে যাত্রায় বেঁচে গিয়ে লায়নের মতো বোলার করাচির পিচে আরও ৩৭ রান যোগ করেছেন। ৩৮ রান করার পর ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। দিনে পাকিস্তানের সাফল্য এখন পর্যন্ত এটুকুই। ১১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে অস্ট্রেলিয়া।