ট্রাম্প টুইটারে কোন ক্রিকেটারকে অনুসরণ করতেন?

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে।ছবি: রয়টার্স

‘শুচীন’ টেন্ডুলকারের কথা মনে আছে? অথবা বিরাট ‘কুলি’র কথা?

ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দেওয়া যাক। হাজার হলেও করোনাভাইরাসের কারণে নিকট অতীতকেও প্রাগৈতিহাসিক কালের ঘটনা বলে ঠেকে ইদানীং।

গত ২৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বো‌ধন করতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম বানানোকে পররাষ্ট্রনীতিতে ব্যবহার করেছিল নরেন্দ্র মোদি সরকার। ভারত সফরে যাওয়া ট্রাম্পকে দিয়ে উদ্বোধন করা হয়েছিল ১ লাখ ১০ হাজার আসনের সরদার প্যাটেল স্টেডিয়ামের।

নিজ দেশে অনেকটাই গুরুত্বহীন ক্রিকেট। তবু ভারতের এমন এক অর্জনের সঙ্গী হচ্ছেন বলে ক্রিকেট নিয়ে একটু পড়াশোনা করে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। বক্তব্যে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে শুনিয়েছিলেন অমোঘ সে বাণী, ‘এটাই সে দেশ, যেখানে বিশ্বের সেরা সব ক্রিকেটার শুচীন টেন্ডুলকার থেকে বিরাট কুলিদের নিয়ে আপনারা উল্লাস করেন।’

এই ঘটনার পর ফেসবুকেও আর জায়গা নেই ট্রাম্পের।
ছবি: রয়টার্স

ট্রাম্পের এমন উচ্চারণ সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল ফেলে দিয়েছিল। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইট করেছিলেন, ‘কী হে শুচীন টেন্ডুলকার, আজ কেমন আছ তুমি?’ সে টুইট ট্রাম্প দেখেছিলেন কি না, বলা যাচ্ছে না। তবে দেখলেও টুইটারে অন্তত মাইকেল ভনকে অনুসরণ করার ইচ্ছা জাগেনি তাঁর। কিন্তু ঠিকই একজন ক্রিকেটারকে অনুসরণ করতেন ট্রাম্প। কে তিনি?

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে জো বাইডেনের কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারেননি ট্রাম্প। প্রথমে ভোট চুরির অভিযোগ করেছেন। এতে কাজ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজের সমর্থকদের বাইডেনের ক্ষমতায় যাওয়া আটকানোর আহ্বান জানিয়েছিলেন।

সে উদ্দেশ্যেই গত বুধবার মার্কিন আইনসভা ভবন বা ক্যাপিটল হিলে হামলা চালানো হয়। ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের ন্যক্কারজনক হামলার ঘটনায় এক নারী, এক পুলিশসহ পাঁচজন মারা গেছেন। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উসকানি দিতে দেখা গেছে ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের। এ অবস্থায় প্রথমে ফেসবুক সাময়িকভাবে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের ঘোষণা দেয়। আর কাল ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। নতুন করে সহিংসতা ছড়াতে পারেন ট্রাম্প, এ আশঙ্কায় টুইটার এ কাজ করেছে। গুগল তাদের অ্যাপ ‘পারলের’-এর ক্ষেত্রেও একই ব্যবস্থা নিয়েছে। টুইচ, স্ন্যাপচ্যাট, রেডিটও সহিংসতা ঠেকানোর আশায় ট্রাম্পের সব প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

টুইটার অ্যাকাউন্টে আর ঝড় তুলতে পারছেন না ট্রাম্প।
ছবি: রয়টার্স

ট্রাম্পের সঙ্গে ক্রিকেটের এত দিনের সম্পর্ক ছিল শুধু ওই ভারত সফর দিয়ে। সে সফরে টেন্ডুলকার হয়েছিলেন ‘শুচীন’। ভারতের বর্তমান অধিনায়ক হয়েছিলেন ‘কুলি’। অবশ্য স্বামী বিবেকানন্দকে ‘স্বামী বিবেকা–মু–নান্ড–ৎ’ বলায় দুই ক্রিকেটারের নাম বিকৃতি সেবার কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল। টুইটারের এমন নিষেধাজ্ঞায় আবার ট্রাম্পের সঙ্গে ক্রিকেট দুনিয়ার সম্পর্ক আলোচনায় এসেছে।

টুইটারে ট্রাম্পের অনুসারী কম ছিল না। ৮ কোটি ৮৭ লাখের বেশি অ্যাকাউন্ট ট্রাম্পকে অনুসরণ করতেন। নির্বাচনের পর অনুসারীর সংখ্যা কমে গিয়েছিল কিছু। তবু নিয়মিত টুইট করা ট্রাম্পের জন্য এই প্ল্যাটফর্ম দারুণ এক অস্ত্র ছিল। ট্রাম্প নিজে কিন্তু টুইটারে খুব কম ব্যক্তিকেই অনুসরণ করতেন। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে মাত্র ৫১ জন ছিলেন সেই সৌভাগ্যবানদের তালিকায়। তাঁর বর্ধিত পরিবারের সদস্য অনেকেই। আর বাকিদের অধিকাংশ ফক্স নিউজের সঙ্গে জড়িত সাংবাদিক।

শুধু দুজন ক্রীড়াবিদ শেষ পর্যন্ত টিকে ছিলেন। তাঁদের একজন দক্ষিণ আফ্রিকান সাবেক গলফার গ্যারি প্লেয়ার। অন্যজন ট্রাম্পের প্রিয় ভিন্স ম্যাকম্যাহন। রেসলিংয়ের সুবাদে ট্রাম্পের সঙ্গে ভালো খাতির তাঁর। আরও এক ক্রীড়াবিদকে যে ট্রাম্প অনুসরণ করতেন এটা হয়তো অনেকেরই অজানা থাকত, যদি না ইনডিপেনডেন্টের চার্লস রেনল্ডস অমন উৎসাহী হতেন।

ট্রাম্প তখন মার্টিনকে অনুসরণ করতেন।
ছবি: সংগৃহীত

২০১৫ সালে ট্রাম্পের অ্যাকাউন্টে গিয়ে মজার এক ব্যাপার খেয়াল করেন এই সাংবাদিক। তখন ট্রাম্পের অনুসারী সংখ্যা ছিল মাত্র ৩৬ লাখ ৬০ হাজার। আর ট্রাম্প নিজে অনুসরণ করতেন ৪৭ জনকে। এই ৪৭ জনের একজন ছিলেন ডেমিয়েন মার্টিন। হ্যাঁ, ভুল পড়েননি। ব্যাটিং সৌন্দর্যে তাঁর সময়ের অনেক অস্ট্রেলিয়ানের চেয়েই এগিয়ে ছিলেন। সেরা ফর্মে মার্টিনের চেয়ে রিকি পন্টিং বা ওয়াহ ভাইদের মুখোমুখি হওয়াটাই বেছে নিতেন বোলাররা। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অনবদ্য এক ইনিংস ছিল তাঁর। তাই বলে ট্রাম্পও তাঁর ভক্ত বনে গিয়েছিলেন?

চার্লি রেনল্ডস তাই জিজ্ঞেস করেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেমিয়েন মার্টিনকে টুইটারে অনুসরণ করছেন?’ এ ঘটনায় মজা পেয়ে স্বয়ং মার্টিন রিটুইট করেছিলেন, ‘আমিও তাই ভাবছি…।’