দুই ইনিংসেই ৫০ ছাড়ানো ইনিংস—অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে মাত্র ১ উইকেট নিলেও আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেছেন সাকিব। বাংলাদেশের টেস্ট অধিনায়ক আজ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন। তাঁর ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬, জাদেজার পয়েন্ট ৩৮৫।
২০১১ সালে সর্বপ্রথম টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা সাকিবের রেটিং পয়েন্ট বেড়েছে ১৯টি। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলেছেন ৩৫ বছর বয়সী সাকিব।
নয় বছর পর টেস্টের দুই ইনিংসেই ৫০ ছাড়ানো সাকিব ব্যাটিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন। বোলিংয়ে অবশ্য সাকিব আগের মতোই ২৮ নম্বরে আছেন। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ছাড়া এগিয়েছেন শুধু নুরুল হাসান। চার বছর পর শীর্ষ ১০০-তে উঠে এসেছেন উইকেটকিপার ব্যাটসম্যান। নুরুল আছেন ৯৯ নম্বরে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস (১২তম) ও মাহমুদুল হাসানের (৯৩) অবস্থান পাল্টায়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমেছেন। দুই ধাপ পিছিয়ে তামিম ইকবাল নেমেছেন ৩৬-এ। ফর্ম হারানো মুমিনুল হক সাত ধাপ পিছিয়ে নেমেছেন ৭৩ নম্বর, নাজমুল হোসেন চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ১০০ নম্বরে।
বোলিংয়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ছয় ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে। প্রায় দেড় বছর পর টেস্ট খেলা মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠেছেন ৮০ নম্বরে। ইবাদত এগিয়েছেন এক ধাপ, উঠেছেন ৮৪-তে। অ্যান্টিগায় ৫ উইকেট নেওয়া পেসার খালেদ উঠে এসেছেন ক্যারিয়ার-সেরা ৯৭ নম্বরে।
টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
ওয়ানডের তিন বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও বাংলাদেশের সাকিব আল হাসান।
ওয়ানডের মতো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও তিন বিভাগে শীর্ষস্থানে কোনো পরিবর্তন হয়নি। ব্যাটিংয়ে পাকিস্তানের বাবর আজম, বোলিংয়ে জশ হ্যাজলউড ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবীই আছেন সবার ওপরে।