টেস্ট র‍্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি

র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামছবি: এএফপি

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের বড় ব্যবধানের হারে একটু আলাদা করে নিজেকে চেনাতে পেরেছিলেন তাইজুল ইসলাম। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও ছাপ পড়ল সেটির, আজ সর্বশেষ হালনাগাদ হওয়া র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২২ নম্বরে তাইজুল।

ডারবানে প্রথম টেস্টে দলে ছিলেন না তাইজুল। তিন পেসারের সঙ্গে বাংলাদেশ একমাত্র স্পিনার হিসেবে খেলিয়েছে মেহেদী হাসান মিরাজকে। তবে দ্বিতীয় টেস্টের আগেই দুই পেসার—তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে চোটের কারণে হারিয়ে ফেলে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথে দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে খেলেন তাইজুল ও মিরাজ।

পোর্ট এলিজাবেথ টেস্টে ৯ উইকেট নেন তাইজুল
এএফপি

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পরও তাইজুল ৬ উইকেট নেন ১৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩টি। বিদেশের মাটিতে ম্যাচে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে এক টেস্টে ৯ উইকেট নেন তাইজুল।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ছিলেন ২৪ নম্বরে। অবশ্য প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ডুয়ান অলিভিয়ারের অবনমনের পরই এক ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছিলেন তাইজুল।

পোর্ট এলিজাবেথ টেস্টের পর তাইজুলের উন্নতি হলেও অবনমন হয়েছে মিরাজের। ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ২ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন এ অফ স্পিনার। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও দুই ধাপ পিছিয়েছেন মিরাজ, এখন ১৭ নম্বরে তিনি।

ব্যাটসম্যানদের দুর্দশারও ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। লিটন দাস পিছিয়েছেন ৩ ধাপ, আছেন ২০ নম্বরে। এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম, দুই ধাপ পেছানো তামিমের অবস্থান ৩৫ নম্বরে। আর অধিনায়ক মুমিনুল হক ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মেহেদী হাসান মিরাজ
ফাইল ছবি

দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ার মূল কাজটা করেন কেশব মহারাজ। ম্যাচে ৯ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৭ ধাপ। এখন আছেন ২১ নম্বরে। প্রথম টেস্টেও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন মহারাজ, সিরিজ শুরুর আগে ছিলেন ৩০ নম্বরে। মহারাজের সঙ্গে উন্নতি হয়েছে সাইমন হারমারেরও। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় সাত বছর পর টেস্টে ফেরা এ অফ স্পিনার পোর্ট এলিজাবেথ টেস্টের পর ২৫ ধাপ এগিয়ে উঠেছেন ৫৫ নম্বরে।

টেস্টে আগের মতোই ব্যাটসম্যানদের শীর্ষে আছেন মারনাশ লাবুশেন। শীর্ষ বোলার প্যাট কামিন্স ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।