টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে নেই ভারতের কেউই

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক বাবর আজমছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে জায়গা হয়নি ভারতের কোনো খেলোয়াড়ের। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে।

এ দলে সর্বোচ্চ তিনজন আছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। দুজন করে আছেন শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। রানার্সআপ নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন। পাকিস্তানের একজন মূল একাদশে জায়গা পেয়েছেন, দ্বাদশ ব্যক্তি হিসেবেও আছেন তাদের একজন।

‘দ্য আপটক্স মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট’ নামে এই সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এ দল নির্বাচনের দায়িত্বে ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, নাটালি জার্মানোস ও শেন ওয়াটসন, সাংবাদিক লরেন্স বুথ ও শাহিদ হাশমি।

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), চারিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), আনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা), দ্বাদশ ব্যক্তি—শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)

সেরা একাদশে টপ অর্ডারে আছেন বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফাইনালসহ মোট ৩টি ফিফটি করেছেন ওয়ার্নার। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০৩ রান করেছেন বাবর। অন্যদিকে এ আসরে একমাত্র সেঞ্চুরিটি এসেছে বাটলারের ব্যাট থেকে, যাকে রাখা হয়েছে উইকেটকিপার হিসেবেও। এ তিনজনের দারুণ পারফরম্যান্সের কারণে জায়গা হয়নি পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। বিশপের মতে, ‘ওপেনিং পজিশনের বাইরে তাকে জায়গা করে দেওয়া সম্ভব হয়নি।’

জস বাটলার ওপেনিংয়ের পাশাপাশি কিপিংয়েও
ছবি: এএফপি

মিডল অর্ডারে আছেন শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কা, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের মঈন আলী। তরুণ আসালাঙ্কা ও মার্করামের পারফরম্যান্সে ‘মুগ্ধ’ হয়েছেন নির্বাচকেরা, জানিয়েছেন বিশপ। তিনি বলেছেন, ব্যাটসম্যান হিসেবে রান ও স্ট্রাইক রেটের সঙ্গে ম্যাচে ‘ইমপ্যাক্ট’ বা ‘প্রভাব’-এর কথা বিবেচনা করেছে নির্বাচক প্যানেল। সুপার টুয়েলভ থেকে পারফরম্যান্স বেশি বিবেচনায় আনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দেখে নিন সেরা একাদশে সুযোগ পাওয়াদের পারফরম্যান্স

তিনজন পেসারের জায়গা নিয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া। তাঁদের সঙ্গে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। পাকিস্তান ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসেবে।

শেষ পর্যন্ত কেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে ওয়ার্নারকে বেছে নেওয়া হয়েছে, সেটিও ব্যাখ্যা করেছেন বিশপ, ‘বাবর আজম, জস বাটলার ও অ্যাডাম জাম্পা শক্তিশালী বিকল্প হতে পারতেন। তবে দিনশেষে টুর্নামেন্ট ও নক-আউট পর্বে ওয়ার্নারের প্রভাবের কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।’