টস জিতে ফিল্ডিংয়ে সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিক্সারস অধিনায়ক নাসির হোসেন। সিলেটে এবারই প্রথমবারের মতো বিপিএল আয়োজিত হচ্ছে। সিলেট সিক্সারস এবং ঢাকা ডায়নামাইটসের মধ্যকার এ ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেটকে ‘রানপ্রসবা’ বলেই মনে করছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর মতে, এ উইকেটে ১৭০ রানের কম হলে জেতা কঠিন হবে।
এই প্রথমবারের মতো সিলেটে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বিপিএল নিয়ে সিলেট নগরীতে উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। টিকিট নিয়ে চলছে হাহাকার। মাত্র ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন না বেশির ভাগ উৎসাহীই। এ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।