ঝড়ে ভেঙে পড়ল গল মাঠের অস্থায়ী গ্যালারি
প্র্যাকটিস নেট থেকে খুব বেশি দূরে নয়। অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ‘গ্র্যান্ডস্ট্যান্ড’। ওপরে টিন আর ত্রিপলের অস্থায়ী শেড দিয়ে তৈরি করা এ গ্যালারিতে বসার ব্যবস্থা করা হয়েছিল সৌজন্য টিকিটধারীদের। গতকালও এ গ্যালারিটা ছিল মুখর। কিন্তু গলে আজ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই মুখ থুবড়ে পড়েছে সেই গ্যালারি!
ভারত মহাসাগরের তীরের স্টেডিয়াম গল। সাগরের পাড়ে মৌসুমি ঝড় তো আঘাত হানতেই পারে। গলে যখন-তখন বৃষ্টিও হানা দেয়। সেখানে এমন একটি অস্থায়ী গ্যালারির এমন দশা তো হতেই পারে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া দল কেবল মাঠে পৌঁছেছে। এমন সময়ই শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে মৌসুমি ঝড়।
এমনিতে গলের উইকেট ঢাকাই ছিল। কিন্তু তুমুল বৃষ্টি শুরু হওয়ায় পুরো মাঠ ঢাকার চেষ্টা শুরু করেন মাঠকর্মীরা। এর মধ্যেই ঝড় এসে তুলে নেয় পিচ-কভার। মাঠকর্মীরা আবার পিচ-কভার নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তুমুল বাতাস তাঁদের কাজটা কঠিন করে ফেলছিল।
এর মধ্যেই কি না হুড়মুড় করে ভেঙে পড়ে সেই অস্থায়ী গ্যালারি। এলোমেলোভাবে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেখানকার চেয়ারগুলো। ভাগ্যিস, সেই সময় গ্র্যান্ডস্ট্যান্ডের ভেতরে কেউ ছিল না। তবে এই ঘটনার ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গলে এই ম্যাচের জন্য কমেন্ট্রি বক্সটাও অস্থায়ীভাবে স্টেডিয়ামের ছাদে স্থাপন করা হয়েছে। মাঠে থাকা সাংবাদিক ভারত সুদর্শন টুইটারে সেই কমেন্ট্রি বক্সের একটি ভিডিও দিয়েছেন। ঝোড়ো বাতাসে অস্থায়ী সেই কমেন্ট্রি বক্সের অবস্থা খুব সঙ্গিনই দেখাচ্ছিল!
ভারী বর্ষণ আর ঝড়ের কারণে গলে দ্বিতীয় দিনের খেলা এখনো শুরু হয়নি। প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২১২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৩ উইকেটে ৯৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৯৮ রান তুলে।