২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জিমে ব্যস্ত মোস্তাফিজ, ওমরাহ করতে বাবর আজম

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—যাতে মেসিকে দেওয়া দানি আলভেসের খোঁচা আছে, বাবর আজমের ওমরাহ পালন।
১ / ১১
কদিন আগে প্রথমবারের মতো ইফতার আয়োজন করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। লর্ডসের সে আয়োজনের পরই টুইট করেছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান। স্কটল্যান্ডের মুসলিম ক্রিকেটার আবতাহা মাহমুদ (মাঝে) ছবি পোস্ট করেছেন আজ। ‘ইসিবির প্রথম ইফতারে দাওয়াত পেয়ে সম্মানিত’, লিখেছেন আবতাহা।
ইনস্টাগ্রাম
২ / ১১
অস্ট্রেলিয়া সিরিজের পর পাকিস্তানের পরের খেলা আগামী আগস্টে, নেদারল্যান্ডসের বিপক্ষে। আপাতত মাঠে খেলা নেই, বাবর আজম ওমরাহ করতে গেছেন সৌদি আরবে।
ইনস্টাগ্রাম
৩ / ১১
পিএসজির হয়ে লিগ আঁ জিতেছেন লিওনেল মেসি, ক্যারিয়ারে এ আর্জেন্টাইনের এটি ৩৯তম। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ এরপর ইনস্টাগ্রামে দুইটি ইনফোগ্রাফিকস পোস্ট করেছেন। যার অর্থ, এখনো কে বেশি সফল—বুঝে নাও!
ইনস্টাগ্রাম
৪ / ১১
‘যখন বস কথা বলেন, তখন আমরা সবাই শুনি।’ পাঠানদের তিন প্রজন্ম এক ফ্রেমে। বক্তা ইরফান ও ইউসুফ পাঠানের বাবা।
ইনস্টাগ্রাম
৫ / ১১
বাবা-মার বিবাহবার্ষিকীতে এ ছবিটা পোস্ট করেছেন নাফীস ইকবাল।
ফেসবুক
৬ / ১১
গ্লস্টারশায়ারের বিপক্ষে দারুণ জয়ে দুর্দান্ত ছিলেন হাসান আলী। শেষ দিন ৪ ওভার বাকি থাকতে জিতেছে ল্যাঙ্কাশায়ার, ম্যাচে হাসান নিয়েছেন ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে জেমস ব্রেসিকে বোল্ড করেছেন, স্টাম্পই ভেঙে গেছে তাতে। ম্যাচশেষে সেই ভাঙা স্টাম্পে সই করে ক্ষুদে এক সমর্থককে দিয়েছেন হাসান।
ইনস্টাগ্রাম
৭ / ১১
পোল পজিশন, রেসে জয়, দ্রুততম ল্যাপ—ইমোলাতে ‘গ্র্যান্ড স্ল্যাম’ পেয়েছেন রেডবুলের ম্যাক্স ভারস্টাপেন। সৌদি আরবের পর ইতালিতেও জিতলেন এখনকার ফর্মুলা ওয়ানের বিশ্ব চ্যাম্পিয়ন। ইমোলাতে ভারস্টাপেনের সঙ্গে পোডিয়াম পেয়েছেন তাঁর সতীর্থ সার্জিও পেরেজ ও ম্যাকলারেনের লান্দো নরিস।
ইনস্টাগ্রাম
৮ / ১১
শেষ ৩ ম্যাচের দুইটিতেই ৪০-এর ওপরে রান দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসে খুব সহজ সময় যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। জিমে অবশ্য ব্যস্তই দেখা গেল বাংলাদেশ পেসারকে।
ইনস্টাগ্রাম
৯ / ১১
একটা কর্মসূচিতে অংশ নিতে ভারতে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকারা। পিটার স্মাইকেল, উইলফ্রেড সাহা, নেমাঞ্জা ভিদিচ, কুইন্টন ফরচুনরা এক ফ্রেমে বন্দি। ছবিটা পোস্ট করেছেন রনি জনসেন।
ইনস্টাগ্রাম
১০ / ১১
১৯৭৯ সালে ঢাকা আবাহনীর হয়ে চট্টগ্রামে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন আশরাফ উদ্দিন আহমেদ। প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম মোহামেডান। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। মোহামেডানের অধিনায়ক ক্রিকেটার তামিম ইকবালের বাবা প্রয়াত ইকবাল খানের সঙ্গে ম্যাচের আগে সৌজন্য করমর্দন করছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন (বাঁয়ে)। ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
ফেসবুক
১১ / ১১
ঈদ আসছে, ব্যস্ততাও বাড়ছে তারকাদের! মাঠে খেলা নেই, তবে ঈদের জন্য এক অনুষ্ঠানের শুটিংয়ে গিয়েছিলেন জাহানারা আলম।
ফেসবুক