ছক্কা-চার আর ডিসমিসালে আলো ছড়ালেন যাঁরা
টি–টোয়েন্টি ক্রিকেটে এ–ই এক মজা। খেলাটা যেহেতু চার–ছক্কার, তাই কোনো টুর্নামেন্ট শেষে হিসাব কষা হয়, কে কত বেশি চার–ছক্কা মারলেন। বোলারদেরও হিসাব আছে। তাঁদের জন্য খেলাটা যেহেতু রান আটকানোর, তাই কে কত কম রান দিলেন, তা গুরুত্বের সঙ্গে দেখা হয়। এর পাশাপাশি উইকেট নিলে তো কথাই নেই। বিপিএলের এবারের মৌসুম শেষে আসুন হিসাবগুলো দেখে নিই—
সবচেয়ে বেশি ছক্কা:
আন্দ্রে ফ্লেচার, খুলনা টাইগার্স
২১ ছক্কা
সবচেয়ে বেশি চার:
তামিম ইকবাল, মিনিস্টার ঢাকা
৪৮ চার
সেরা ব্যাটিং:
১১৬
লেন্ডল সিমন্স, সিলেট সানরাইজার্স
প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
সেরা বোলিং:
৫/২৭
মোস্তাফিজুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়ানস
প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
বিপিএলের সেরা পাঁচ জুটি
সর্বোচ্চ ডিসমিসাল: ১৮
নুরুল হাসান, ফরচুন বরিশাল
ক্যাচ: ১২, স্টাম্পিং: ৬
সেরা ফিল্ডার:
ইমরুল কায়েস, কুমিল্লা ভিক্টোরিয়ানস
ক্যাচ: ১৭