চোটে মাঠ ছাড়লেন আবু জায়েদ

বল ছুড়তে গিয়ে ব্যথা পান জায়েদ।ছবি: শামসুল হক

ওভারের প্রথম বলেই মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেনের দুর্দান্ত শট। সোজা ফরচুন বরিশালের পেসার আবু জায়েদের মাথার ওপর দিয়ে ছক্কা। পরের বলটি করতে গিয়েই যত বিপত্তি। দৌড়ে এসে বল ছুড়বেন, তখনই বাঁ পায়ে ব্যথা পান জায়েদ। হাঁটু চেপে ধরে কাতরাতে থাকেন তিনি। এরপর জায়েদকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।

বরিশালের ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, আবু জায়েদের চোট গুরুতর নয়। ফিজিও জয় বিশ্বাস জানিয়েছেন, আবু জায়েদের পেশিতে টান পড়েছে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজকের ম্যাচে রাজশাহীর রান তখন ৮.১ ওভারে ৮৬। রাজশাহীর দুই ওপেনার নাজমুল ও আনিসুল ইসলাম খেলছিলেন ৩৬ ও ৪৯ রানে। ইনিংসের শুরু থেকেই দাপট দেখিয়ে এই পর্যায়ে আসে রাজশাহী। শুরুতে আনিসুলের আগ্রাসী ব্যাটিং ব্যাটিং পাওয়ার প্লেতেই রাজশাহীকে ৬৪ রানে পৌঁছে দেয়। পয়েন্টে চোখজুড়ানো বেশ কয়েকটি শট খেলেন আনিসুল। মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

আরও পড়ুন

পাওয়ার প্লের পর শুরু হয় নাজমুল–ঝড়। শুরুতে দেখে খেলা নাজমুল স্পিনারদের শর্ট বলে আক্রমণাত্মক হন। মেহেদী হাসানের বেশ কটি বল বাউন্ডারি ছাড়া করেন তিনি। চড়াও হন আবু জায়েদ ও কামরুল হাসানের বিপক্ষে। এরপর ৩২ বলে পূর্ণ করেন নিজের ফিফটি।

জায়েদকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে।
ছবি: প্রথম আলো

ভয়ংকর হয়ে ওঠা জুটি ভাঙে সুমন খানের বলে। অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে আফিফ হোসেনের অবিশ্বাস্য ক্যাচে আউট হন আনিসুল। আউট হওয়ার আগে ৩৯ বলে ৬৯ রান করেন আনিসুল।

উইকেট পড়লেও রানরেট কমতে দেননি নাজমুল। আবু জায়েদ মাঠ ছাড়ায় তাঁর জায়গায় বোলিং করতে আসা আফিফ হোসেনের অফ স্পিন পেয়ে যেন তেতে ওঠেন এই বাঁহাতি। শর্ট বলে পুল শটে বেশ কটি ছক্কা হাঁকান তিনি। এগোতে থাকেন সেঞ্চুরির পথে।