চেজ-হোল্ডারের রেকর্ডে দিন পার ওয়েস্ট ইন্ডিজের

সেঞ্চুরির সুবাস নিয়ে দিন শেষ করেছেন রোষ্টন চেজ। ছবি: এএফপি
সেঞ্চুরির সুবাস নিয়ে দিন শেষ করেছেন রোষ্টন চেজ। ছবি: এএফপি
হায়দরাবাদ টেস্টে ৭ উইকেটে ২৯৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে বিপর্যয়ের মধ্যে পড়লেও সপ্তম উইকেটে দারুণ লড়েছেন জ্যাসন হোল্ডার-রোষ্টন চেজ জুটি


ঘরের মাঠে টানা ১০ম সিরিজ জয় থেকে মাত্র এক টেস্ট দূরে ভারত। হায়দরাবাদ টেস্ট জয় কিংবা ড্রয়ে কাঙ্ক্ষিত এই ফলের দেখা পাবে বিরাট কোহলির দল। সেই লক্ষ্যে আজ টেস্টের প্রথম দিনে বেশ ভালো শুরু করেছিল স্বাগতিকেরা। আগে ব্যাটিংয়ে নেমে ১৮২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সপ্তম উইকেটে অধিনায়ক জ্যাসন হোল্ডার আর রোষ্টন চেজের ১০০* রানের জুটিতে বিপর্যয় এড়ায় সফরকারী দল। দিনের খেলা শেষ হওয়ার ৫ ওভার আগে হোল্ডার ফিরলেও বেশ শক্ত ভিত পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে তাঁদের স্কোর ৭ উইকেটে ২৯৫ রান।

লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে তখন ৮৬ রান। আসলে ক্যারিবীয় টপ অর্ডার আর মিডল অর্ডার মিলিয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই ভালো করতে পারেননি। বলা ভালো, দুই যাদব মিলে ভালো করতে দেননি। এর মধ্যে স্পিনার কুলদীপ যাদবের ঘূর্ণি খেলতে নাভিশ্বাস উঠেছে ক্যারিবীয়দের। তাঁদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই কুলদীপের শিকার। ওপেনার কার্লোস ব্রাফেটকে (১৪) ফেরানোর পর শিমরন হেটমায়ার (১২) আর সুনীল অ্যামব্রিসকেও (১৮) তুলে নেন কুলদীপ। বাকি দুটি উইকেট ভাগ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে কুলদীপের। অভিষেকের পর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেটসংখ্যাই সর্বোচ্চ (১০০)। তবে হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে কুলদীপের পারফরম্যান্স ছাপিয়ে গেছেন হোল্ডার-চেজ জুটি। দলের বিপর্যয়ের সময় ১৮৩ বলে ১০৪ রানের দুর্দান্ত জুটি উপহার দেন দুজন। চেজ দিন শেষ করেছেন সেঞ্চুরির সুবাস পেতে পেতে। ৫২ রানে হোল্ডারকে ফিরিয়েছেন উমেশ যাদব। টেস্ট ইতিহাসে হোল্ডার-চেজই প্রথম জুটি যাঁরা সপ্তম উইকেটে তিনটি ন্যূনতম সেঞ্চুরি পার্টনারশিপ উপহার দিলেন।

সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ সেভাবে ভালো করতে পারেনি। শেষ সাতটি ইনিংসের মধ্যে একটিতে তাঁরা সর্বোচ্চ ৭৮ ওভার ব্যাটিং করেছে। সে তুলনায় আজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাটিং করেছে। ৯৫ ওভার ব্যাটিং করে দিন শেষ করেছে সফরকারী দল। হাতে ৩ উইকেট নিয়ে কাল ইনিংসটা যত দূর সম্ভব টানাই লক্ষ্য হবে ক্যারিবীয়দের। উইকেটে রয়েছেন চেজ (৯৮*) ও দেবেন্দ্র বিশু (২*)।