গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ক্রিকেটার মোশাররফ হোসেন
কিছুদিন আগে ফেসবুকে ২৪ নম্বর কেমোথেরাপি নেওয়ার কথা নিজেই জানিয়েছিলেন মোশাররফ হোসেন (রুবেল)। বুধবার রাতে তাঁকেই নিতে হলো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ হওয়ায় আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় দলের এ ক্রিকেটারকে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এ স্পিনারকে।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে। প্রায় তিন বছর ধরে মস্তিস্কের টিউমারে ভুগছেন রুবেল। দেশে চিকিৎসার পাশাপাশি সিঙ্গাপুরেও উন্নত চিকিৎসা নিয়েছেন তিনি।
চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হওয়ায় এক সময় নিজের ফ্লাট বিক্রির কথাও জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ। বিসিবি এবং খেলোয়াড়েরাও তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন। ২টি সেঞ্চুরি বলে দেয় ব্যাটিংটাও মন্দ না।
লিস্ট এ ক্রিকেটে ১০৪ ম্যাচে নিয়েছেন ১২০ উইকেট। জাতীয় দলের হয়ে ৪ উইকেট নেওয়া এ স্পিনার ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।