২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খুশদিলে রমিজের ‘দিলখুশ’

দারুণ খেলেছেন খুশদিল শাহছবি: এএফপি

মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল প্রথম ওয়ানডেতে বাবর আজমের শতকে জিতেছে পাকিস্তান। ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো টানা তিন ওয়ানডেতে শতকের রেকর্ড গড়েন বাবর। তাঁর ১০৩ রানের ইনিংসের পাশাপাশি খুশদিল শাহর ২৩ বলে ৪১ রানের ইনিংসও পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখে। পিসিবি সভাপতি রমিজ রাজা বাবরকে ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান’ বলেই মনে করেন রমিজ রাজা। আর খুশদিলের ইনিংসে তিনি এতটাই খুশি হয়েছেন যে এই বাঁহাতি ব্যাটসম্যানের নামটা পাল্টে দিতে চান পিসিবি সভাপতি।

আরও পড়ুন

আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। ১২ বলে ২১ রানের দূরত্বে থাকতে ৪৯তম ওভারে ১৫ রান তুলে ম্যাচটা পাকিস্তানের জন্য সহজ করেন খুশদিল। দুর্দান্ত এই জয়ে উল্লসিত রমিজ রাজা আজ টুইট করেন। ম্যাচটা দারুণ হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

রমিজ রাজার মন জয় করেছেন খুশদিল শাহ
ছবি: এএফপি

টুইটে রমিজ রাজা লিখেছেন, ‘অসাধারণ ম্যাচ। বাবর শতক তুলে নিয়ে আবারও বুঝিয়ে দিল সে কেন তিন সংস্করণেই বিশ্বের সেরা ব্যাটসম্যান, আর খুশদিলও বুঝিয়ে দিল তার নাম কেন দিলখুশ রাখা উচিত। গরম সহ্য করে গ্যালারিতে বসে ম্যাচটা দেখে দিনটা অসাধারণ বানানোর জন্য দর্শকদের ধন্যবাদ।’

আরও পড়ুন

রোমারিও শেফার্ডের করা ৪৯তম ওভারে একটি ছক্কা ও চার মারেন খুশদিল। সে ওভারে সব মিলিয়ে ১৫ রান নেওয়ায় জয়ের জন্য শেষ ওভারে মাত্র ৬ রান দরকার হয় পাকিস্তানের। দ্বিতীয় বলেই ছক্কা মেরে ম্যাচটা জেতান মোহাম্মদ নওয়াজ। খেলা শেষে নিজের ম্যাচসেরার পুরষ্কারটা খুশদিলের হাতে তুলে দিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘অসাধারণ ব্যাটিংয়ের জন্য পুরস্কারটা তাকে দিতে চাই। রান তাড়ার পরিকল্পনায় আমাদের লক্ষ্যটা ছিল পরিষ্কার।’

পাকিস্তানের হয়ে টানা তিন ওয়ানডেতে বাবরের আগে শতক পেয়েছেন শুধু সাঈদ আনোয়ার ও জহির আব্বাস। আরও সাত ক্রিকেটার শতক পেয়েছেন টানা তিন ওয়ানডেতে—হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, রস টেলর, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি ও রোহিত শর্মা। মোট ১১ ব্যাটসম্যান এই নজির গড়েছেন।