কোয়াবের ভূমিকা নিয়ে প্রশ্ন ফিকার
বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটের খবর বিশ্ব মিডিয়াতেও অনেক গুরুত্ব পাচ্ছে। ১১ দফা দাবিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। এর প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করে আলোড়ন তুলে দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এ আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)সভাপতি নাইমুর রহমানও। ওদিকে কোয়াবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা (ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন)।
সোমবার বাংলাদেশের জাতীয় ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের পর তাদের দাবি দাওয়াগুলো পরখ করে দেখেছে ফিকা। এবং সাকিবদের প্রতিটি দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে তারা। আজ ফিকার নির্বাহী সভাপতি টনি আইরিশ অনেক বড় এক বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে—
‘পেশাদার ক্রিকেটার হিসেবে ন্যায্য দাবি জানাতে একত্রিত হয়ে যেভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা, তার প্রশংসা করে ফিকা। খেলোয়াড়দের এভাবে একত্রিত হওয়ার পথে বাঁধা থাকা সত্ত্বেও এমন কিছু ঘটা প্রমাণ করছে যে ক্রিকেটে এত গুরুত্বপূর্ণ একটি দেশেও খেলোয়াড়দের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, তা পরিবর্তন হওয়া জরুরি।’
‘এটা আমাদের কাছে স্পষ্ট যে ক্যারিয়ার ও জীবিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের খেলোয়াড়দের কথা শোনা হয় না, তাদের পর্যাপ্ত সম্মান দেওয়া হয় না। খেলোয়াড়দের সংগঠনের এসব দাবি জানানো, তাদের কণ্ঠ হওয়ার কথা। এ ব্যাপারে আমাদের মনে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সময়ে সে কাজটা করতে পারছে না ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এটি আরও উদ্বেগের বিষয় যে কোয়াবের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদেও আছেন। এ দুই পরিস্থিতি মিলিয়ে ফিকার মনে হয়েছে এমন সময়ে খেলোয়াড়দের সমর্থন জানানো গুরুত্বপূর্ণ।’
বিবৃতি শেষে ফিকা এটাও জানিয়েছে যে কোয়াবের বর্তমান সদস্যপদ নিয়ে নতুন করে ভাববে সংগঠন।
ওদিকে আজ সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানিয়েছে কোয়াব। সংগঠনের সভাপতি ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ ব্যাপারে বলেছেন, ‘কিছু খেলোয়াড়, সব খেলোয়াড় বলব না, গতকাল সংবাদ সম্মেলনে যে ক্রিকেটাররা ছিল তারা মনে করছে কোয়াব তাদের জন্য কাজ করছে না। সে মনে করার বোধ থেকেই তারা আমাদের পদত্যাগ চাইছে। সেটা তারা চাইতেই পারে, তাদের মনে হয়েছে। আমরা মনে করি শুধু ওই কজনের সংগঠন কোয়াব না। বর্তমান, সাবেক সবার সংগঠন কোয়াব। তাই সবাই এটা চাচ্ছে কি না এটা দেখার বিষয়। ওরা আমাদের কাছে বোর্ডকে জানাতে হবে এমন দাবি নিয়ে এসেছে বা কোনো চাহিদা নিয়ে, এমন কিছু কিন্তু কখনো দেখিনি। ওরা দাবি জানিয়েছে সেটা আমরা বোর্ডকে জানাইনি এমন কিছু হয়নি। আর খেলোয়াড়দের বেতন-ভাতা, যাতায়াত ও আবাসন নিয়ে যে দাবিগুলো তারা করেছে, তার সবই আমরা আগে দাবি করেছি বোর্ডের কাছে।’