কোহলির সিংহাসন এখন বাবরের
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অনেক দিনই ১ নম্বর ব্যাটসম্যান ছিলেন বাবর আজম। পাকিস্তানি ব্যাটসম্যান এবার ১ নম্বর হলেন ওয়ানডে র্যাঙ্কিংয়েও। ভারতের বিরাট কোহলির ৪১ মাসের রাজত্বের অবসান ঘটিয়ে আজ প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান হয়েছেন বাবর আজম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়েই শীর্ষে উঠেছেন বাবর। সিরিজের তিন ম্যাচে বাবর করেছেন ১০৩, ৩১ ও ৯৪ রান। সেঞ্চুরিয়নে শেষ ম্যাচে বাবরের ৮২ বলের ইনিংসে ভর করেই ৩২০ রান করে পাকিস্তান। ম্যাচটি ২৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
সিরিজ শুরুর আগে ৮৩৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ছিলেন বাবর। বিরাট কোহলির চেয়ে সে সময়ে ২০ পয়েন্ট পিছিয়ে ছিলেন পাকিস্তান অধিনায়ক। সিরিজ শেষে কোহলির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে যাওয়া বাবরের পয়েন্ট এখন ৮৬৫। বিরাট কোহলি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ২০১৭ সালের অক্টোবর থেকে। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন ভারতের বর্তমান অধিনায়ক।
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বাবর। তাঁর আগে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে ছিলেন জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিয়াঁদাদ (১৯৮৮-৮৯) ও মোহাম্মদ ইউসুফ (২০০৩)।
আমার চূড়ান্ত লক্ষ্য হলো টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠা। ব্যাটসম্যানদের সামর্থ্য ও দক্ষতার আসল পুরস্কার হলো সেটি।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর ইএসপিএনক্রিকইনফোকে বাবর বলেন, এই অর্জন দায়িত্ব বাড়িয়ে দিয়েছে তাঁর, ‘ক্যারিয়ারে আরেকটি মাইলফলক যোগ হলো। লম্বা সময়ের জন্য র্যাঙ্কিংটা ধরে রাখতে আমাকে এখন আরও বেশি পরিশ্রম করতে হবে, ব্যাট হাতে চূড়ান্ত রকম ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
পরবর্তী লক্ষ্যটাও ঠিক করে ফেলেছেন বাবর, উঠতে হবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে, ‘জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ ও মোহাম্মদ ইউসুফের মতো পাকিস্তানি ক্রিকেটে জ্বলজ্বলে তারকার পাশে বসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান ও সম্মানিত মনে হচ্ছে। আমি এর আগে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলাম। তবে আমার চূড়ান্ত লক্ষ্য হলো টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠা। ব্যাটসম্যানদের সামর্থ্য ও দক্ষতার আসল পুরস্কার হলো সেটি।’
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
বাবর ছাড়াও সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সতীর্থ ফখর জামান। সিরিজে টানা দুটি সেঞ্চুরি পাওয়া বাঁহাতি ওপেনার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার–সেরা সপ্তম স্থানে। বোলিংয়ে পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদিও উঠেছেন ক্যারিয়ার–সেরা একাদশ স্থানে। চার ধাপ এগিয়েছেন আফ্রিদি।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলিং ও অলরাউন্ডার বিভাগে শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও বাংলাদেশের সাকিব আল হাসানই আছেন ১ নম্বরে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ বোলার
আজ হালনাগাদ হয়েছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংও, যেখানে তিন বিভাগের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। ব্যাটিংয়ে ইংল্যান্ডের ডেভিড ম্যালান, বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি ও অলরাউন্ডার বিভাগে আফগানিস্তানের মোহাম্মদ নবী ধরে রেখেছেন শীর্ষস্থান।