২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোহলির সন্তান খেলবে অস্ট্রেলিয়ার হয়ে?

কোহলির মতো একজন ব্যাটসম্যান পাবে অস্ট্রেলিয়া?ছবি: এএফপি

বড় হয়ে বিরাট কোহলির সন্তান যদি ক্রিকেটার হয়, কোন দেশের হয়ে খেলবে?

ক্রিকেটার হওয়া লাগবে না, যে কাজই করুক না কেন, বিরাট কোহলির সন্তান কোন দেশের প্রতিনিধিত্ব করবে?

প্রশ্নটা অবান্তর মনে হতে পারে। একে তো কোহলির সন্তান এখনো ভূমিষ্ঠই হয়নি, এখনই সে বড় হয়ে কী হবে না হবে, সেসব নিয়ে কথা বলার কিছু নেই। তার ওপর কোহলির সন্তান কোন দেশের প্রতিনিধিত্ব করবে, সে নিয়ে সংশয়ই–বা কেন জাগবে! কোহলি ভারতের অধিনায়ক, এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ভারতের ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সন্তান তো ভারতেরই নাগরিক হবে!

সহজ হিসাব তা-ই বলে। তবে সেই সহজ হিসাবটা একটু জটিল করে দিতে চাইছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি। কৌতুক বলুন, আবদার বলুন, কিংবা কোহলির প্রচ্ছন্ন প্রশংসা—লি চান কোহলির সন্তান অস্ট্রেলিয়ায় জন্ম নিক। তাতে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক কোহলির সন্তান একদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে!

প্রথম সন্তানের অপেক্ষা দুজনের।
ছবি: টুইটার

ক্রিকেটার হিসেবে কোহলি বিশ্বজুড়ে কতটা সমাদৃত, তা তো আর বলে দেওয়ার দরকার পড়ে না। ব্রেট লির কথাগুলোও সেটিরই প্রচ্ছন্ন স্বীকৃতি। কোহলিকে তো ভারতের বাইরে নেওয়া সম্ভব নয়, তাঁর সন্তানকে অস্ট্রেলিয়ার জার্সিতে দেখতে চাওয়ার আবদারে অনুচ্চারিত প্রশংসাটা এই যে কোহলির সন্তানের মধ্যে কিছুটা হলেও তো কোহলিরই ডিএনএ থাকবে! হয়তো ক্রিকেটে সেই দক্ষতার ছাপও থাকবে। যদিও ক্রিকেটে বিখ্যাত বাবার সন্তানদের বড় কোনো কীর্তি গড়ার রেকর্ড বিরলই বটে। কিন্তু লির এখনই অত হিসাব করতে বয়ে গেছে!

এই মুহূর্তে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। দিবারাত্রির টেস্টটির দ্বিতীয় দিন শেষে আজ চালকের আসনেই আছে ভারত। প্রথম ইনিংসে ভারতের ২৪৪ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৯১ রানে। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৯ রানে দিন শেষ করেছে ভারত, এগিয়ে আছে ৬২ রানে। এই টেস্ট শেষেই দেশে চলে যাবেন কোহলি। সন্তান জন্ম দেওয়ার সময়ে স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পাশে থাকতে চান ভারত অধিনায়ক।

আনুশকার পাশে থাকতে আগামী সপ্তাহেই দেশে ফিরছেন কোহলি।
ছবি: ইনস্টাগ্রাম

কিন্তু লি এখানে একটু বদল চাইছেন। ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বনে যাওয়া সাবেক অস্ট্রেলিয়ান মজা করেই হয়তো বলেছেন কথাগুলো। ‘মি. কোহলি, তোমার যদি মনে ধরে প্রস্তাবটা, সে ক্ষেত্রে বলব তোমার সন্তান কিন্তু অস্ট্রেলিয়ায়ও জন্ম নিতে পারে। আমরা তাকে বরণ করে নেব’—ভারতীয় দৈনিক মিড ডে–তে দেওয়া সাক্ষাৎকারে লির কথা।

কেন এমন প্রস্তাব দিচ্ছেন, সেটি লির পরের কথায়ই স্পষ্ট। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেললে যে ব্যাগি গ্রিন টুপি পাওয়া যায়, সেটিও দেখা যেতে পারে কোহলির সন্তানের মাথায়। ‘তোমার যদি ছোট্ট একটি মেয়ে হয়, তাহলেও দারুণ হবে। তোমার ছোট্ট ছেলে হলেও দারুণ হবে। সে ভবিষ্যতে ব্যাগি গ্রিন পরতে পারবে’—সাক্ষাৎকারে বলেছেন লি।
জানুয়ারিতে কোহলি-আনুশকা পরিবারের প্রথম সন্তান পৃথিবীতে আসার কথা।