'কোহলির চেয়ে বাবর আজম ভালো'

বাব্র আজমের ফর্মে মুগ্ধ অনেকেই। ছবি: টুইটার
বাব্র আজমের ফর্মে মুগ্ধ অনেকেই। ছবি: টুইটার

গত কয়েক মাস ধরেই একটা চমকপ্রদ বিতর্কের সাক্ষী হচ্ছে ক্রিকেট বিশ্ব। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, না পাকিস্তানের বাবর আজম–কে ভালো ব্যাটসম্যান?

গত এক দশক ধরে নিজেকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বানিয়েছেন কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে বিশ্বসেরা ব্যাটসম্যান দেখেই কি না, পাকিস্তানের কিংবদন্তিদেরও ইচ্ছে হলো, তাঁদের নিজেদের সেরা ব্যাটসম্যান বাবর আজমেরও আলোচনায় আসা উচিৎ। বিভিন্ন সময়ে রমিজ রাজা, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো সাবেকরা সরাসরি না বললেও, ইনিয়ে-বিনিয়ে বাবর আজমের প্রসঙ্গ তুলেছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের আলোচনায়। এবার রমিজ-আফ্রিদিদের সেই 'দাবি'টাই সমর্থন পেলো আরেকটু। তাঁরা হয়তো জেনে খুশি হবেন, এ সমর্থনটা নিজ দেশ থেকে আসেনি। এসেছে টেমস নদীর তীর থেকে।

ইংল্যান্ডের রিস্ট স্পিনার আদিল রশীদের মতে, বর্তমান ফর্ম বিবেচনা করলেও কোহলির চেয়ে বাবরই ভালো, 'খুবই কঠিন প্রশ্ন এটা (কোহলি ও বাবরের তুলনা)। আমার মনে হয়, বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে, আমি বাবরকেই সমর্থন করব। তবে মনে রাখবেন, এটা শুধুই বর্তমান ফর্মের ওপর ভিত্তি করে বলছি। আমি বাবর আজমকে নির্বাচন করলাম কেননা বর্তমানে কোহলির চেয়ে ও ভালো ফর্মে আছে। তবে তাঁরা দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নেই।'

তবে বাবর নিজেই কিন্তু কিছুদিন আগে নিজের সঙ্গে কোহলির তুলনার বিষয়টাকে হেসে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হওয়া বাবরের মতে, কোহলি তাঁর চেয়ে অনেক বেশি অর্জন করেছেন একজন ব্যাটসম্যান হিসেবে। তাই এই তুলনার প্রশ্নই আসে না।

৫৩.৬২ গড়ে টেস্টে ৭২৪০ রান তুলেছেন কোহলি। সেঞ্চুরি করেছেন সাতাশবার। ওয়ানডেতে তাঁর গড় আরও ঈর্ষণীয়। ২৪৮ ম্যাচ খেলে প্রায় ৬০ গড়ে (৫৯.৩৩) এই ফরম্যাটে ১১৮৬৭ রান তুলেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৪৩ বার।

ওদিকে ৭৪ ওয়ানডে খেলে বাবরের রান ৩৩৫৯, গড় পঞ্চাশের ওপর (৫৪.১৭)। সেঞ্চুরি করেছেন এগারো বার। টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও গড়ের দিক দিয়ে পঞ্চাশ ছুঁতে পারেননি পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। যেখানে তিন ফরম্যাটেই কোহলির গড় পঞ্চাশের ওপরে।