কোহলিদের খেলার মধ্যে বিয়ের আংটি বিনিময়

বিয়ের প্রস্তাব দিচ্ছেন দীপন। পরে একে অপরকে জড়িয়ে ধরলেন। করতালি দিচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলছবি: টুইটার

গ্লেন ম্যাক্সওয়েলকেও খুশিতে হাত তালি দিতে দেখা গেল টেলিভিশনের পর্দায়। আসলে এমন দৃশ্য চিত্রায়িত হলে দুই হাত এমনিতেই এক জায়গায় চলে আসে। ঠোঁটের কোণে দেখা দেয় হাসি। অন্তত বিবাহিতদের মনে পড়ে যায় সেই পুরোনো দিনের কথা।

ঘটনাটা খুলেই বলা যাক। কাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যখন ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে চলছে, অস্ট্রেলিয়ার ৩৮৯ রানের পাহাড় ডিঙাতে যখন বিরাট কোহলি-লোকেশ রাহুলরা জোর লড়াই চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই গ্যালারিতে চলছে অন্য নাটক।

টিভি ক্যামেরার কল্যাণে দেখা গেল, ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরা এক তরুণ হাঁটু গেড়ে এক অস্ট্রেলীয় তরুণীর সামনে বসে। হাতে একটি উপহার। বোঝাই গেল সেই ভারতীয় তরুণ কোনো একটা প্রস্তাব রাখছেন।

হাবে-ভাবে বুঝতে কষ্ট হলো না, বিয়ের প্রস্তাবই রেখেছেন তিনি। অপেক্ষার পালা কয়েক সেকেন্ডেই ফুরাল। অস্ট্রেলীয় তরুণী জড়িয়ে ধরলেন সেই তরুণকে। একে অপরকে করলেন চুম্বন।

সঙ্গে সঙ্গে কোহলির ব্যাটিং থেকে গোটা মাঠের মনোযোগ ওই দুজনের দিকে। সবাই আনন্দে চেঁচিয়ে উঠলেন। রচিত হলো দারুণ এক গল্প।

এর পরপরই টিভি ক্যামেরায় ধরা পড়লেন মাঠে থাকা অস্ট্রেলীয় অলরাউন্ডার ম্যাক্সওয়েল। মাঠের জায়ান্ট স্ক্রিনে দৃশ্যটা দেখে কিছুটা যেন আপ্লুত তিনি। হাত তালি দিয়ে অভিনন্দিত করলেন জুটিকে।

দর্শকদের তুমুল আনন্দ অভিবাদনের জবাব দিয়েছেন সেই ভারতীয় তরুণও। অস্ট্রেলীয় তরুণীও হাত তুলে জানিয়ে দেন, তাঁদের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তাঁর কাছে কতটা উপভোগ্য।

এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। দুজনের সম্পর্কে আলাদা করে খোঁজও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রোজ ও দীপনের আলাদা করে সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।

দীপন জানিয়েছেন কত দীর্ঘ অপেক্ষা ছিল এই মুহূর্তের জন্য, ‘আমরা দুজনই ক্রিকেটের মহাভক্ত। প্রস্তাব দেওয়ার জন্য এর চেয়ে ভালো আর কোনো স্থান হতে পারে না। আমাদের প্রায় দেড় বছরের সম্পর্ক। এক মাস ধরে পরিকল্পনা করেছি এর জন্য। এটাই ছিল সঠিক সময়।’

রোজ জানিয়েছেন, কাল সিডনি গ্রাউন্ডে থাকা সবাই তাঁদের বিয়েতে আমন্ত্রণ পাবেন!

অনেকেই নাকি ওই জুটিকে পরামর্শ দিচ্ছেন, সিডনি মাঠে তাঁদের অভিনন্দিত করা জনতাকে না হোক, অন্তত ম্যাক্সওয়েলকে যেন তাঁরা বিয়েতে আমন্ত্রণ জানান। সিডনি ক্রিকেট গ্রাউন্ড তাদের টুইটারে এই ঘটনার ভিডিও পোস্ট করে লিখেছে—স্বপ্ন হলো সত্যি। সঙ্গে ছিল একটি বিয়ের আংটির ইমোটিকন।