কোহলিকে 'নীরব চিকিৎসা' দাও, অস্ট্রেলিয়াকে ডু প্লেসি
>অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও জিতেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সামনে এখন ভারতের চ্যালেঞ্জ। অর্থাৎ বিরাট কোহলিকে সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে অস্ট্রেলিয়াকে। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি কোহলিকে দমিয়ে রাখার টোটকা দিলেন অস্ট্রেলিয়াকে
কারারা ওভালে কাল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ নেমে এসেছিল ১০ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১০৮ রান তুলেছিল প্রোটিয়ারা। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৭ উইকেটে ৮৭ রানে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ এক রেকর্ড গড়লেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে তিন সংস্করণেই হারানোর কৃতিত্ব এখন ডু প্লেসির।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিতলেন ডু প্লেসি। আর ২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছিলেন টেস্ট সিরিজ। নাকানি-চুবানি খাওয়ার অস্ট্রেলিয়ার সামনে এখন ভারতের চ্যালেঞ্জ। ২১ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর ওয়ানডে ও টেস্ট সিরিজ তো আছেই। এই তিন সংস্করণেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি যে অস্ট্রেলিয়ার বড় মাথাব্যথা, তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়াকে তাই কোহলিকে দমিয়ে রাখার টোটকা দিলেন ডু প্লেসি। প্রোটিয়া অধিনায়ক মনে করেন, তাঁকে কিছু না বলা, অর্থাৎ ‘নীরবতা’ই কোহলিকে দমিয়ে রাখার ওষুধ।
ডু প্লেসি এ কথা বলেছেন নিজ অভিজ্ঞতা থেকে। এ বছরেই ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোহলি আলোচিত সেই তিন টেস্টের সিরিজে ৪৭ গড়ে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। সেবারের অভিজ্ঞতা থেকেই ডু প্লেসি মনে করেন, কোহলির সঙ্গে কোনো প্রকার বাগ্যুদ্ধ কিংবা বিবাদে না জড়ানোই ভালো। তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়ার উদ্দেশে ডু প্লেসি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কেউ কেউ এসব (বাগ্যুদ্ধ) পছন্দ করে। কোহলির মতো কারও বিপক্ষে খেললে এটা মনে হবে। কারণ, সে লড়াইয়ে অংশ নিতে পছন্দ করে। এমন কারও মুখোমুখি হওয়ার আগে টিম মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই, “কিছু না বলাই ভালো”—এতে আরও খেপে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।’
প্রোটিয়া অধিনায়ক সরাসরিই বলেছেন, ‘সে (কোহলি) অসাধারণ খেলোয়াড়। আমরা তাঁকে “নীরব চিকিৎসা” দিলেও সে কিন্তু রান করেছে। তবে সেটি খুব বেশি নয়। প্রতিটি দলকে তাই ভাবতে হবে, কীভাবে নিজেদের কৌশল কাজে লাগানো যায়। আমাদের কাছে তা ছিল নীরব চিকিৎসা।’