২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোহলিকে যে রেকর্ডে পেছনে ফেললেন রোহিত

ইংল্যান্ডের বিপক্ষে কাল মাইলফলকটির দেখা পান রোহিতছবি: রয়টার্স

সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে কাল টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫০ রানে জিতেছে ভারত। এ ম্যাচ দিয়ে প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা। দলের নেতৃত্ব দিয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি বিরাট কোহলিকে একটি রেকর্ডে পেছনেও ফেলেছেন রোহিত শর্মা।

করোনায় আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি রোহিত। তাঁর জায়গায় ভারতের অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরা। টেস্টে হারের পর টি–টোয়েন্টি সিরিজে দলে ফিরে ভালো শুরু পেয়েছিলেন রোহিত। আগে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে ১৪ বলে ২৪ রান করে আউট হন। পাঁচ-চারের এই ইনিংসে ১৩ রানে থাকতে কোহলিকে রেকর্ডটিতে পেছনে ফেলেন ভারতীয় ওপেনার।

আরও পড়ুন

২০২০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। অধিনায়ক হিসেবে এ সংস্করণে নিজের ৩০তম ইনিংসে এসে রেকর্ডটি গড়েন ভারতীয় তারকা। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির ৩১ ইনিংসে ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি নতুন করে লেখান কোহলি। গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁর কাছ থেকে রেকর্ডটি কেড়ে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টি–টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরু পেয়েছেন অধিনায়ক রোহিত
ছবি: রয়টার্স

আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ডটি গড়েন বাবর। অধিনায়ক হিসেবে নিজের ২৬তম ইনিংসে এসে রেকর্ডটি গড়েন বাবর। সে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। তবে কাল কোহলিকে পেছনে ফেলেছেন রোহিত। অধিনায়ক হিসেবে টি–টোয়েন্টিতে নিজের ২৯তম ইনিংসে এসে ১০০০ রানের মাইলফলক টপকে যান তিনি। অর্থাৎ রোহিত এখন টি–টোয়েন্টিতে ভারতের অধিনায়কদের মধ্যে ১০০০ রানের মাইলফলক ছোঁয়ায় দ্রুততম। তবে সব দেশ মিলিয়ে দ্বিতীয় দ্রুততম, যেহেতু নিজের ২৬তম ইনিংসে মাইলফলকটির দেখা পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর।

আরও পড়ুন

গত নভেম্বরে পূর্ণ মেয়াদে ভারতের টি–টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান রোহিত। পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে টি–টোয়েন্টিতে এখনো কোনো ম্যাচ হারেননি তিনি। অধিনায়ক রোহিতের হাত ধরে কাল এ সংস্করণে টানা ১৩তম জয় তুলে নেয় ভারত।

আরও পড়ুন