২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোভিড পজিটিভ, তাই ধারাভাষ্যে নেই আতহার

ওয়ানডে সিরিজ জয়ের পর তাসকিনের সঙ্গে আতহার আলীছবি: সংগৃহীত

ডারবানে বাংলাদেশ দল টেস্ট খেলছে, অথচ দক্ষিণ আফ্রিকায় থেকেও কিংসমিডের ধারাভাষ্যকক্ষে নেই আতহার আলী খান! কোভিড পজিটিভ হওয়াতেই তিনি আসতে পারছেন না মাঠে।

আতহার আলী খান
ফাইল ছবি

আতহার অবশ্য এখনো ডারবানেই আসেননি। সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টের আগে বেশ কয়েক দিনের বিরতি ছিল। সময়টা কাটাতে আতহার গিয়েছিলেন কেপটাউনে ঘুরতে। পরশু সেখান থেকেই ডারবানের বিমানে ওঠার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। বিমানবন্দরের পথ থেকে তাই তাঁকে ফিরে যেতে হয় হোটেলে।

আজ কেপটাউন থেকে আতহার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেছেন, ‘কোভিড পজিটিভ হলেও আমার শারীরিক কোনো সমস্যা নেই। আমি ভালো আছি। কাল–পরশুর মধ্যে আবার কোভিড টেস্ট হওয়ার কথা। নেগেটিভ হলেই আমি আবার ধারাভাষ্যে যোগ দেব।’

কিংসমিডে কাল শুরু হওয়া ডারবান টেস্টের আজ দ্বিতীয় দিন। এই টেস্ট শেষে ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও শেষ টেস্ট।