২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোটি টাকার বাবরের পেছনে আমলা–কোহলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল দারুণ শতক তুলে নেন বাবর

সামনে এখন শুধুই সাঈদ আনোয়ার। তাঁকে টপকাতে পারলেই পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়বেন বাবর আজম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল ম্যাচ জেতানো ১১৪ রানের ইনিংসটি ছিল তাঁর ক্যারিয়ারের ১৫তম শতক। পাকিস্তানের হয়ে ২৪৪ ইনিংসে ২০ শতক পেয়েছেন সাবেক ওপেনার সাঈদ আনোয়ার। বাবর কত দ্রুত তাঁকে টপকে যাওয়ার পথে আছেন, বুঝিয়ে দেবে পরিসংখ্যান।

ছেলেদের ওয়ানডেতে এখন দ্রুততম ১৫ শতকের কীর্তি বাবরের। কাল নিজের ৮৩তম ইনিংসে ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে শতক পান পাকিস্তান অধিনায়ক। কে জানে হয়তো ইনিংসসংখ্যা ১০০ ছোয়ার আগেই ভেঙে ফেলতে পারেন সাঈদ আনোয়ারের রেকর্ড!

গত তিন বছরে বাবরের ওয়ানডে ব্যাটিংগড় ৭০ এর বেশি। প্রায় এক শ–র কাছাকাছি স্ট্রাইকরেট ধরে রেখে এ সময় ৭টি শতক তুলে নিয়েছেন। তাই সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যায় না।

ইনিংসসংখ্যা ১০০ ছোঁয়ার আগেই ১৫ শতকের দেখা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। বাবরের আগে তা করতে পেরেছেন শুধু হাশিম আমলা। ৮৬তম ইনিংসে গিয়ে ১৫তম শতকের দেখা পান দক্ষিণ আফ্রিকার সাবেক এ ওপেনার। এরপর যথাক্রমে বিরাট কোহলি (১০৬ ইনিংস), ডেভিড ওয়ার্নার (১০৮ ইনিংস) ও শিখর ধাওয়ান (১০৮ ইনিংস)।

কাল এই অর্জনের দিনে ইংল্যান্ড থেকেও সুখবর পেয়েছেন বাবর। এ বছর ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টের ড্রাফটে স্বাভাবিকভাবেই সবচেয়ে দামি খেলোয়াড়দের কাতারে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

১ লাখ ২৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে বাবরের। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা। ক্রিস গেইল, মিচেল মার্শ, কাইরন পোলার্ডরা আছেন এ তালিকায়।

শতক তুলে নেওয়ার পর বাবর
ছবি: এএফপি

ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়কদের মধ্যে এখন বাবরের শতকসংখ্যাই সর্বোচ্চ। ১১ ম্যাচে ৪ শতক পেয়েছেন বাবর। আজহার আলীর ৩১ ম্যাচে ৩ শতকের রেকর্ড ভাঙলেন তিনি। লাহোর বাবরের শৈশবের শহর।

সেখানে ৩৪৮ রান তাড়া করে দলকে জেতানো ইনিংসের পর বাবর বলেছেন, ‘নিজের শহরে শতক তুলে নিতে পেরে গর্ব লাগছে। আগের ম্যাচটা হারের পর আজ দলের জন্য আমার পারফর্ম করা দরকার ছিল। সবার মধ্যেই আজ আত্মবিশ্বাস ছিল। দারুণ দলীয় প্রচেষ্টা থেকেই জয়টা এসেছে।’

আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ফখর জামান ও ইমাম–উল–হক ১১৮ রানের জুটি গড়ার পর জয়ের কাছাকাছি পৌঁছে দেন বাবর।

ইমামের সঙ্গে ১১১ এবং মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন বাবর। পাকিস্তান ৩৪ বলে ৪০ রানের দূরত্বে থাকতে তিনি আউট হলেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি স্বাগতিকদের।