২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কাল বিকালের পর আজকের সকালটাও তাইজুলের

কুশল মেন্ডিসকে আউট করে তাইজুল ইসলামের উচ্ছ্বাসছবি: শামসুল হক

চট্টগ্রাম টেস্টে হার বা জিত দেখা যাবে কি না তা এখনো বলা সম্ভব নয়। তবে কাল চতুর্থ দিনের বিকেলটা বাংলাদেশের জন্য আনন্দময় করে দিয়েছিলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ বিকেলে শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নিয়েছিল। ওশাদা ফার্নান্দোকে রান আউট করার পর নাইট ওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে বোল্ড করেছিলেন তাইজুল। আজ সকালের সেশনে শ্রীলঙ্কার যে দুটি উইকেট পড়েছে, তাও নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

শ্রীলঙ্কা মধ্যাহ্নবিরতিতে গেছে ৪ উইকেটে ১২৮ রান নিয়ে, লিড ৬০ রানের। এখান থেকে যেকোনো কিছুই ঘটতে পারে। দ্বিতীয় সেশনের শুরুর দিকে শ্রীলঙ্কার দু-একটা উইকেট ফেলতে পারলে ম্যাচটা নিজেদের দিকে হেলিয়ে দিতে পারবে বাংলাদেশ। মুমিনুল হকের দল পঞ্চম দিনের প্রথম সেশনের পরও এই যে ছড়ি ঘোরানোর অবস্থায় দাঁড়িয়ে, এর কৃতিত্ব তাইজুলকেই দিতে হবে। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে যে চারটি উইকেট পড়েছে, সবকটির সঙ্গেই যে জড়িয়ে তিনি।

শ্রীলঙ্কার আরও একটি উইকেট তুলে নেওয়ার পর তাইজুলকে ঘিরে বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: প্রথম আলো

আজ তাইজুল ফিরিয়েছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে। মেন্ডিসকে ফেরাতে তাইজুল করেছেন অসাধারণ এক বল। আর ম্যাথুসকে আউট করতে নিয়েছেন অসাধারণ এক ফিরতি ক্যাচ। মেন্ডিসকে ভাসিয়ে দেওয়া গুড লেংথের একটি বলই করেছিলেন তাইজুল। মিডল ও অফ স্টাম্প বরাবর করা তাইজুলের ফ্লাইট বুঝতেই পারেননি মেন্ডিস। ফিরেছেন বোল্ড হয়ে। অনেকক্ষণ ধরেই ম্যাথুস তাইজুলের আঁটসাঁট বোলিংয়ের বিপক্ষে ভুগছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন পাল্টা আক্রমণ করার। তাইজুলের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু বলটি গেল তাইজুলের মাথা বরাবর। জোরে আসা সেই বলটি ক্যাচ বানাতে অনেক দ্রুত সাড়া দিতে হয়েছে তাইজুলকে।

এই মুহূর্তে ম্যাচ ড্র করতে শ্রীলঙ্কার আশা হয়ে উইকেটে আছেন দিমুথ করুনারত্নে (৪৪) ও দনাঞ্জয়া ডি সিলভা (১২)