২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কলকাতায় সাকিবদের অধিনায়কত্বটা মরগান করে না, করে ভিডিও বিশ্লেষক

সাকিবদের অধিনায়ক হিসেবে মরগানের পারফরম্যান্স সমালোচনা কুড়াচ্ছে অনেকছবি: আইপিএল

তাঁর ব্যাটে রান-খরা চলছে, এ নিয়ে আইপিএল-জুড়ে প্রতিদিনই সমালোচনা শুনছেন এউইন মরগান। তা-ও দল একেবারে খারাপ করছিল না বলে অধিনায়কত্বটা যা-ও একটু সমালোচনার বাইরে ছিল, গত কয়েক দিনে তা-ও আর নেই। কলকাতা নাইট রাইডার্সে তাঁর নিজেকে দলে রাখা, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে না খেলানোর মতো অনেক বিষয় নিয়ে সমালোচনা হয়েছে।

কিন্তু এবার তাঁর সমালোচনা নিয়ে যে খোঁচাটা খেলেন মরগান, সেটি হয়তো বেশ গায়েই লাগবে কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ অধিনায়কের। খোঁচাটা মেরেছেন একসময়ে কলকাতাকে অধিনায়ক হিসেবে আইপিএল জেতানো ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

মরগানের অধিনায়কত্ব পছন্দ হয়নি গম্ভীরের
ছবি: আইপিএল

ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে শিরোনামে আসা গম্ভীর এবারের আইপিএলে বিশ্লেষক হিসেবে কাজ করছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে। সেখানেই আইপিএলের প্লে-অফ পর্বে থাকা চার দলের অধিনায়কের যোগ্যতা-দক্ষতার তুলনা করেছেন গম্ভীর।

তা করতে গিয়ে বাকি তিন অধিনায়ককে প্রশংসায় ভাসালেও কলকাতা অধিনায়ক মরগানকে নিয়ে গম্ভীর বললেন, কলকাতার অধিনায়কত্বটা আসলে মরগান নন, করেন দলের ভিডিও বিশ্লেষক!

বাংলাদেশ সময় আজ রাত আটটায় চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালসের মধ্যে প্রথম কোয়ালিফায়ার দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএলের প্লে-অফ পর্ব। এই পর্বে সুযোগ পাওয়া বাকি দুই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স আগামীকাল লড়বে ‘এলিমিনেটরে’। তা প্লে-অফ পর্ব শুরুর আগে চার দলের অধিনায়কের তুলনা উঠে এসেছে ক্রিকইনফোর আলোচনা অনুষ্ঠান ‘রানঅর্ডার’-এ।

গৌতম গম্ভীর
ছবি: এএফপি

সেখানেই মরগানকে নিয়ে গম্ভীর বলেছেন, ‘মরগান কীভাবে সবকিছু দেখে, সেটা আমি আসলে অনুমান করে বলতে পারব না। কারণ, ও তো দলটার অধিনায়কত্বই করে না। দলটার অধিনায়কত্ব আসলে করে তাদের ভিডিও বিশ্লেষক। ও (মরগান) বারবার ভিডিও বিশ্লেষকের দিকে তাকায়। সে কারণে আমি ঠিক বলতে পারছি না যে ও-ই মাঠে দলটার অধিনায়ক, নাকি দলের অধিনায়কত্ব আসলে মাঠের বাইরে থেকেই হয়।’

কলকাতার অধিনায়ক মরগানকে খোঁচা মারলেও বাকি তিন দলের অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত গম্ভীর। বিরাট কোহলি এবারের পর আর বেঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন না বলে জানিয়ে দিয়েছেন, তবে শেষবারে এবার কোহলির অধিনায়কত্ব বেশ ভালো লাগছে গম্ভীরের, ‘বিরাট দারুণ করছে। সত্যি বলতে ওর অধিনায়কত্ব এর আগে অত ভালো লাগত না, তবে এবার ও অনেক অনেক ভালো করছে। হয়তো ও এটাই ভাবছে যে অধিনায়ক হিসেবে এটাই ওর শেষ আইপিএল, সে কারণে আরও বেশি করে ব্যাপারটা উপভোগ করতে চাইছে ও। এবার ও অনেক বেশি নির্ভার, ভালো কয়েকজন বোলারও পেয়েছে।’

সাকিবকে খেলানো-না খেলানো নিয়ে মরগানের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকে
ছবি: আইপিএল

দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের অধিনায়কত্বে অবশ্য দলের সিনিয়র খেলোয়াড়দের প্রভাব দেখেন গম্ভীর। আর মহেন্দ্র সিং ধোনি? গম্ভীরের চোখে চেন্নাই অধিনায়কই ‘সবার সেরা।’

গম্ভীরের বিশ্লেষণ, ‘শুধু অধিনায়কত্বের দিক থেকে দেখলে, কে সবচেয়ে বেশি ভালোভাবে চাপ সামলাতে পারে, সে হিসেবে ধোনির নামই বলতে হবে। ঋষভের ক্ষেত্রে একটা বড় সুবিধা এটা যে ওর মূল একাদশে অভিজ্ঞ অনেকে আছে। স্টিভ স্মিথ খেললে তার অভিজ্ঞতা কাজে আসছে। রবিচন্দ্রন অশ্বিন আছে, যে কিনা আগে অধিনায়কত্ব করেছে। সে কারণে আমার চোখে ধোনিই এই মুহূর্তে ১ নম্বর।’