২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

করোনার হানায় পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ বাতিল হয়েছেছবি: এসিসি টুইটার

ম্যাচ অফিশিয়ালের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচ। শারজায় টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসে খেলা হয়েছিল ৩২.৪ ওভার। তবে এরপরই পরিত্যক্ত ঘোষণা করা হয় সেটি।

করোনাভাইরাসে আক্রান্ত ওই দুজন ম্যাচ অফিশিয়াল কারা, সেটা নিশ্চিত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক বিবৃতিতে এসিসি বলেছে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও এমিরেটস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ বি-এর শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’

শ্রীলঙ্কা আজ ভালো শুরু করেছিল
ছবি: এসিসি টুইটার

দুজন অফিশিয়াল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন, এটা নিশ্চিত করা হচ্ছে। তবে অফিশিয়ালরা নিরাপদে আছেন, টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী পরিচর্যা করা হচ্ছে’, বিবৃতিতে যোগ করেছে এসিসি।

এ দুজন ম্যাচ অফিশিয়াল এ ম্যাচেই দায়িত্ব পালন করছিলেন কি না, সেটা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এসিসি বলেছে, ‘এই ম্যাচ–সংশ্লিষ্ট সবাই এখন টেস্টিং প্রটোকলের ভেতর দিয়ে যাবে। ফল আসা পর্যন্ত সবাই আইসোলেশনে থাকবে।’

এ ম্যাচের ওপর নির্ভর করছিল সেমিফাইনালের লাইনআপও। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ভারতেরও শেষ চারে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। তবে গ্রুপ ‘বি’র এই ম্যাচের ওপর নির্ভর করছিল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঠিক হওয়া। রানরেটে এগিয়ে আছে বাংলাদেশ।

এসিসি বলছে, সেমিফাইনালের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানাবে তারা। এ টুর্নামেন্টের সেমিফাইনাল হওয়ার কথা ৩০ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বর হওয়ার কথা ফাইনাল।

এশিয়া কাপ খেলার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সরাসরি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১৬ জানুয়ারি।