করোনার উৎপাতে সিরিজের ভাগ্য নিয়ে সংশয়
সিরিজ মাঠে গড়ায় কি না, এখন তা নিয়েই সংশয়! পার্লে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে স্থগিত হওয়ার পর বাতিল হয়েছিল। আজ কেপটাউনে বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় ওয়ানডে। কিন্তু ইংল্যান্ড দলে করোনার উৎপাত শুরু হওয়ায় স্থগিত হয়েছে ম্যাচটি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে কথা বলে কাল সন্ধ্যায় ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গত চার দিনে এ নিয়ে তৃতীয় দফা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো। ইংল্যান্ড দলে দুজনের কোভিড-১৯ সংক্রমণের খবর পেয়েছে সিএসএ। কিন্তু তারা এখনো নিশ্চিত নয়। ‘স্বাধীন ফল’ পাওয়ার অপেক্ষায় রয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড।
ক্রিকইনফো জানিয়েছে, দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়নি। সিরিজের বাকি দুই ম্যাচ খেলানো নিয়ে সিএসএ বেশ আত্মবিশ্বাসী। কাল ও পরশু ম্যাচ দুটো খেলানোর কথা ভাবছে তারা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দেওয়ার কথা ইংল্যান্ড দলের।
শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটি করোনার জন্য প্রথমে স্থগিত ঘোষণার পর বাতিল করা হয়। দক্ষিণ আফ্রিকা দলে কোভিড-১৯ পজিটিভ হন এক খেলোয়াড়। এরপর ইংল্যান্ড দল থেকে দুজন খেলোয়াড়ের সংক্রমিত হওয়ার খবর আসে। তবে তা ‘অসমর্থিত কোভিড-১৯ পজিটিভ’ হওয়ায় ইসিবি ও সিএসএ পুনরায় স্বাধীনভাবে মূল্যায়ন করছে। এরপর ‘সিরিজের বাকি দুই ম্যাচ কীভাবে শেষ করা যায়’ সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে বিবিসি।
ইংল্যান্ড দলের খেলোয়াড় ও স্টাফরা এখন কোয়ারেন্টিনে আছেন। ভিনিয়ার্ড হোটেলে অবস্থান করছে দুই দল। সেখানে ইংল্যান্ড দলের দুজন স্টাফ পরীক্ষায় পজিটিভ হন। পরীক্ষার ফল নির্ভুল কি না, তা নিশ্চিত হতেই তাঁদের পুনরায় পরীক্ষা করা হবে, জানিয়েছে ক্রিকইনফো।