ওয়ার্নের টুপি এখন ব্র্যাডম্যানের জাদুঘরে
অবশেষে শেষ হলো শেন ওয়ার্নের ব্যাগি গ্রিনের ভবঘুরে জীবন। কয়েক মাস অস্ট্রেলিয়ার শহরে শহরে ঘুরে বেড়ানোর পর স্থায়ী ঠিকানা পেয়েছে লেগ স্পিন কিংবদন্তির রং চটে যাওয়া সবুজ টুপিটি। সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের জন্মদিনে আজ বাউরালে ব্র্যাডম্যান জাদুঘরে স্থান পেয়েছে ওয়ার্নের ব্যাগি গ্রিন।
এ বছরের জানুয়ারিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য ব্যাগি গ্রিনটিকে নিলামে উঠিয়েছিলেন ওয়ার্ন। আশাতীত দাম পেয়েছিলেন টেস্টে ৭০৮ উইকেটের মালিক। টুপিটি বিক্রি হয়েছিল ১০ লাখ মার্কিন ডলারে। কমনওয়েলথ ব্যাংক টুপিটা কিনে নিয়ে টাকাটা দিয়ে দেয় অস্ট্রেলিয়ার রেড ক্রসে।
বিক্রি হওয়ার পর ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপিটি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে পুরো অস্ট্রেলিয়া ঘুরে বেড়িয়েছে। বিভিন্ন স্কুল, ক্রিকেট ক্লাব ও কমিউনিটি সেন্টারে প্রদর্শনী হয় টুপিটির। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রদর্শিত হয় এই ব্যাগি গ্রিন। তবে টুপিটির ভ্রমণে ছেদ টানে করোনাভাইরাস।
ওয়ার্নের ব্যাগি গ্রিনটিকে এরপর স্থায়ীভাবে বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়। আরও ৩০টি ব্যাগি গ্রিনের সঙ্গে জায়গা হয়েছে টুপিটির। যেখানে আছে স্যার ডন ও ভিক্টর ট্রাম্পারের ব্যাগি গ্রিনও।
শেন ওয়ার্ন আজ নিজেই জানালেন ব্যাগি গ্রিনটির ব্র্যাডম্যানের জাদুঘরে জায়গা পাওয়ায় খবর, ‘বাউরালের চমৎকার জাদুঘরে সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের (টুপির) পাশে ঠিকানা খুঁজে পেয়েছে টুপিটি।’
টুপিটি নিলামে তুলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে পেরে বেশ গর্বিত ওয়ার্ন, ‘দাবানলের ভয়াবহ ক্ষয়ক্ষতি আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। আমি ভাবছিলাম কীভাবে সাহায্য করা যায়? তখন সিদ্ধান্ত নিলাম প্রিয় ব্যাগি গ্রিনটিকে নিলামে তোলার। কমনওয়েলথ ব্যাংক টুপিটি কিনে যখন আরও বেশি অর্থ সংগ্রহের জন্য অস্ট্রেলিয়া জুড়ে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিল সেই মুহূর্তটি আমার ও আমার পরিবারের জন্য বিশাল গর্বের ছিল।’
অস্ট্রেলিয়ার ক্রিকেট পাগল সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন শেন ওয়ার্নের টুপিটি সবাইকে দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে কথা মনে করিয়ে দেবে, ‘দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে জরুরি বিভাগের কর্মী ও অন্য সবার অবদানের স্বীকৃতি হিসেবেই ৩৫০ নম্বর ব্যাগি গ্রিনটিতে ব্র্যাডম্যান জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’