ওয়ানডে সেঞ্চুরির ফিফটি শেরেবাংলা স্টেডিয়ামের
২০০৭ সালে ১২ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রান করেছিলেন ভারতের ওপেনার গৌতম গম্ভীর। সেটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আজ সংখ্যাটা ৫০ ছুঁয়েছে। শ্রীলঙ্কা অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরিটি ওয়ানডেতে শেরেবাংলা স্টেডিয়ামে ৫০তম।
এক ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি
শেরেবাংলায় সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি
কোন দলের কত সেঞ্চুরি
কোন দলের বিপক্ষে কত সেঞ্চুরি
৩
এক ম্যাচে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি দেখেছে ২০১২ সালের ১৮ মার্চ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে। পাকিস্তানের দুজন ও ভারতের একজন সেঞ্চুরি পান।
৭
২০১০ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিক ত্রিদেশীয় টুর্নামেন্টে দেখেছে সর্বোচ্চ সাত সেঞ্চুরি। টুর্নামেন্টের সাতটি ম্যাচই হয় মিরপুরে।
১১
২০১০ সালে শেরেবাংলা দেখেছে সর্বোচ্চ ১১টি ওয়ানডে সেঞ্চুরি।
১৮৫*
মিরপুরে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস শেন ওয়াটসনের। অস্ট্রেলীয় ব্যাটসম্যান ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ১১৩ বলে করেন ১৮৫ রান।