ওয়ানডে র্যাঙ্কিংয়ে সর্বকালের সেরা রিচার্ডস-গার্নার-কপিল

ভিভ রিচার্ডস, ওয়ানডে ব্যাটসম্যানদের সেরা। ফাইল ছবি
ভিভ রিচার্ডস, ওয়ানডে ব্যাটসম্যানদের সেরা। ফাইল ছবি

১৯৭১ সালের ৫ জানুয়ারি হঠাৎ করেই আবির্ভাব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটের। টেস্টে সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান খেলা ছেড়েছেন এর প্রায় ২৩ বছর আগেই। র‍্যাঙ্কিংয়ের হিসেবে টেস্টের সর্বকালের সেরা বোলার সিডনি বার্নস তো ব্র্যাডম্যানেরও আগের যুগের। ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে যাকে ধরা হয় সেই গ্যারি সোবার্সের ক্যারিয়ারেও তখন শেষ বিকেল। তিন বছর পরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেও সোবার্স ওয়ানডে খেলেছেন মোটে একটি। তাই ব্র্যাডম্যান–বার্নসের মতো সোবার্সও ওয়ানডে ক্রিকেটে ছাপ রাখতে পারেননি।

ওয়ানডেতে তাহলে সেরা কারা? শুধু পরিসংখ্যানে চোখ বোলালে আপনি নিশ্চিত সেরা ব্যাটসম্যান হিসেবে শচীন টেন্ডুলকারের নাম বলবেন। মোট রান ও সেঞ্চুরির হিসেবে ভারতীয় জীবন্ত কিংবদন্তির কাছাকাছিও কেউ নেই। ক্রিকেট পরিসংখ্যানটাই তো সব নয়, এটা মনে রেখেও যখন আইসিসি সর্বকালের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চোখ বোলালে অবাক হতে হবে। টেন্ডুলকার যে আছেন তালিকার ১৫ নম্বরে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে টেন্ডুলকারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮৮৭। ১৯৯৮ সালে ওই পয়েন্ট পেয়েছিলেন ওয়ানডেতে ১৮৪২৬ রান ও ৪৯টি সেঞ্চুরির মালিক।

সর্বোচ্চ রেটিং পয়েন্টের হিসেবে সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। ৯৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই বিধ্বংসী ব্যাটসম্যান। চুইঙ্গাম চিবুতে চিবুতে নির্লিপ্তভাবে বোলারদের ধ্বংসা করা ভিভ ১৯৮৫ সালের ডিসেম্বরে উঠছিলেন ৯৩৫ পয়েন্টের চূড়ায়।

ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে ভিভের সমসাময়িকদেরই জয়জয়কার। জহির আব্বাস, গ্রেগ চ্যাপেল ও ডেভিড গাওয়াররা যেন তাঁর পরপরই। ওয়ানডে ব্যাটসম্যানদের সেরা ২০–এ এখনো খেলেছেন এমন ব্যাটসম্যান তিনজন—ভারতের বিরাট কোহলি (৬ষ্ঠ), রোহিত শর্মা (১৭) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১৮)। সেরা বিশে সর্বোচ্চ পাঁচজন অস্ট্রেলিয়ার।

র‍্যাঙ্কিং:

ওয়ানডেতে সর্বকালের সেরা ব্যাটসম্যান (শীর্ষ ১০)
১. ভিভ রিচার্ডস, উইন্ডিজ, ৯৩৫
২. জহির আব্বাস, পাকিস্তান, ৯৩১
৩. গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়া, ৯২১
৪. ডেভিড গাওয়ার, ইংল্যান্ড, ৯১৯
৫. ডিন জোন্স, অস্ট্রেলিয়া, ৯১৮
৬. বিরাট কোহলি, ভারত, ৯১১
৭. জাভেদ মিয়াঁদাদ, পাকিস্তান, ৯১০
৮. ব্রায়ান লারা, উইন্ডিজ, ৯০৮
৯. এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা, ৯০২
১০. হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা, ৯০১

জোয়েল গার্নার, ওয়ানডে বোলারদের সেরা। ফাইল ছবি
জোয়েল গার্নার, ওয়ানডে বোলারদের সেরা। ফাইল ছবি

ওয়ানডে বোলিংয়েও শীর্ষে এক ক্যারিবীয় ও ভিভের সতীর্থ জোয়েল গার্নার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার গার্নার ভিভের মতোই ১৯৮৫ সালে উঠেছিলেন রেটিং পয়েন্ট চূড়ায়। ওই বছরের ১৬ এপ্রিল ৯৪০ ছিল গার্নারের রেটিং পয়েন্ট। ৯৮ ওয়ানডেতে ১৪৬ উইকেট নেওয়া গার্নারের পরেই আছেন ৭০ ও ৮০–এর দশকের আরেক বিখ্যাত বোলার স্যার রিচার্ড হ্যাডলি।

সেরা ২০–এ এখনো খেলছেন এমন খেলোয়াড় বলতে শুধুই যশপ্রীত বুমরা। ভারতীয় তরুণ পেসার আছেন ১৯ নম্বরে। সেরা ২০–এ সর্বোচ্চ পাঁচজন করে বোলার ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার।

র‍্যাঙ্কিং:

ওয়ানডেতে সর্বকালের সেরা বোলার (শীর্ষ ১০)
১. জোয়েল গার্নার, উইন্ডিজ, ৯৪০
২. রিচার্ড হ্যাডলি, নিউজিল্যান্ড, ৯২৩
৩. শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ৯১৭
৪. মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা, ৯১৩
৫. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ৯০৩
৬. ইউয়েন চ্যাটফিল্ড, নিউজিল্যান্ড, ৮৯২
৭. ডেনিস লিলি, অস্ট্রেলিয়া, ৮৯১
৮. ম্যালকম মার্শাল, উইন্ডিজ, ৮৯১
৯. কার্টলি অ্যামব্রোস, উইন্ডিজ, ৮৭৭
১০. মাইকেল হোল্ডিং, উইন্ডিজ, ৮৭৫

কপিল দেব, ওয়ানডে অলরাউন্ডারদের সেরা। ফাইল ছবি
কপিল দেব, ওয়ানডে অলরাউন্ডারদের সেরা। ফাইল ছবি

ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও আশির দশক মাতানো এক ক্রিকেটার। ভারতের বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব রিচার্ডস ও গার্নারের মতোই ১৯৮৫ সালে উঠেছিলেন রেটিং পয়েন্টের চূড়ায়। ২১ মার্চ ৬৩১ পয়েন্ট ছিল প্রথম বোলার হিসেব ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়া কপিল।

এখনো খেলছেন এমন মাত্র দুজন শীর্ষ ২০–এ জায়গা পেয়েছেন। এঁদের একজন বাংলাদেশের সাকিব আল হাসান। প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই এক নম্বর অলরাউন্ডার হওয়া সাকিব অবশ্য সর্বকালের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আছেন ১৮ নম্বরে। এই সময়ের আরেক ক্রিকেটার শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস আছেন ২০ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এখনো খেলছেন ধরে নিলে অবশ্য সংখ্যাটা হয়ে যায় তিন। গেইল আছেন ছয় নম্বরে। সেরা ২০–এ সর্বোচ্চ চারজন দক্ষিণ আফ্রিকার।

র‍্যাঙ্কিং:
ওয়ানডেতে সর্বকালের সেরা অলরাউন্ডার (শীর্ষ ১০)
১. কপিল দেব, ভারত, ৬৩১
২. গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়া, ৫৬৮
৩. অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড, ৫৪৩
৪. ভিভ রিচার্ডস, উইন্ডিজ, ৫৩২
৫. ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকা, ৫২১
৬. ক্রিস গেইল, উইন্ডিজ, ৫০৯
৭. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা, ৫০৫
৮. স্টিভ ওয়াহ, অস্ট্রেলিয়া, ৫০১
৯. শন পোলক, দক্ষিণ আফ্রিকা, ৪৯৪
১০. ইমরান খান, পাকিস্তান, ৪৮০

* পয়েন্ট সমান হলে ভগ্নাংশের ভিত্তিতে ক্রম সাজানো হয়েছে।