এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করেননি সাকিব

তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের শুরুটা কেমন হলো? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট–পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দুটি শব্দে দিলেন সাকিব, ‘ভালোই লাগছে।’

ফিরতি প্রশ্নে দলের পারফরম্যান্স ও ফলাফলের দিক থেকে অ্যান্টিগা টেস্টে সাকিবের মূল্যায়ন জানতে চাওয়া হয়। তখন অবশ্য লম্বা উত্তরই দিয়েছেন সাকিব। কিন্তু উত্তরের মধ্যে একটা কথা বলছেন, যা শুনলে অনেকেই ভ্রু কুঁচকাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে যা হয়েছে, এর চেয়ে বেশি কিছু নাকি সাকিব প্রত্যাশাই করেননি!

অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে সাকিব-নুরুলই যা একটু লড়েছেন
এএফপি

বাংলাদেশ দলের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলছিলেন, ‘সব মিলিয়ে আমি খুশি পুরো ম্যাচটা নিয়ে। এর চেয়ে খুব বেশি যে প্রত্যাশা ছিল, তা-ও বলব না। কিন্তু আমি মনে করি, আমাদের অনেক ভালো কিছু করার সামর্থ্য ছিল। সেই একটা সুযোগ আমরা হাতছাড়া করেছি।’


সেগুলো কী কী? বাংলাদেশ দল টসে হেরে ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর বোলাররা বাংলাদেশ দলকে প্রতিযোগিতায় রেখেছেন। কিন্তু সেটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। সাকিবের ব্যাখ্যা, ‘আরেকটু ভালো করতে পারতাম। প্রথম দিনের প্রথম সেশনের পর থেকে আমরা খেলায় পিছিয়ে ছিলাম। সব সময় রিকভারিতেই ছিলাম। কখনো আমরা সামনে যেতে পারিনি। ওটাই আফসোসের জায়গা।’

আরও পড়ুন

বোলারদের প্রশংসা করলেও ফিল্ডিংয়ে উন্নতির জায়গা দেখছেন সাকিব, ‘এর বাইরে আমি খুবই খুশি যেভাবে বোলাররা বল করেছে। ব্যাটিংটা, অবশ্যই এটা আমরা সবাই জানি, বারবার বলার কিছু নেই। এই জায়গায় আমাদের উন্নতির অনেক সুযোগ আছে। ক্যাচিংটা আরও ভালো করলে আরও ভালো হবে। এতটুকুই।’

বোলারদের পারফরম্যান্সে খুশি সাকিব
এএফপি


দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুন, সেন্ট লুসিয়ায়। আরও কিছু রান আর বোলাররা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে দ্বিতীয় টেস্টে ভালো করার আশা দেখছেন সাকিব। তিনি বলছিলেন, ‘একটা জিনিস যেটা ভালো হবে যে এই ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনের পারফরম্যান্সের আত্মবিশ্বাসটা নিয়ে যেতে পারব। আমাদের ১০০-১৫০ রান বেশি করতে হবে। খুব বেশি রান কিন্তু নয়। আমাদের প্রথম ইনিংসে কেউ রান করিনি। দ্বিতীয় ইনিংসে বেশির ভাগ ব্যাটসম্যান রান করেনি। যদি আরও কিছু ক্রিকেটার অবদান রাখে, তাহলেই এই রানটা করা সম্ভব। এই রানটা হলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমার মনে হয়, আমরা অনেক বেশি লড়াই করতে পারব।’

আরও পড়ুন