এবার বান্ধবী পিটিয়ে আটক হলেন স্ল্যাটার

ক্ষোভ ঝেড়েছেন স্ল্যাটার।ফাইল ছবি: এএফপি

সময়টা একদমই ভালো যাচ্ছে না মাইকেল স্ল্যাটারের।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে কটু মন্তব্য করার জেরে কিছুদিন আগেই চাকরি হারিয়েছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ২০২১-২২ মৌসুম সামনে রেখে চ্যানেল সেভেন তাদের ধারাভাষ্য দল থেকে স্ল্যাটারকে ছেঁটে ফেলেছে।

এবার তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। পারিবারিক সহিংসতার কারণে গ্রেপ্তার হয়েছেন তিনি। যদিও এর মধ্যেই জামিনে ছাড়াও পেয়ে গেছেন।


বুধবার সকালে সিডনির উত্তরাঞ্চলীয় সৈকতের ম্যানলির একটি বাড়ি থেকে আটক করা হয়েছিল হালে ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া স্ল্যাটার। আটকের পর তাঁকে ম্যানলি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আগামী মাসের ১১ তারিখে আদালতের শুনানির মুখোমুখি হবেন তিনি।

মাইকেল স্ল্যাটার
ফাইল ছবি

তাঁর বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিন বছর ধরে এই বান্ধবীর সঙ্গে সম্পর্কে আছেন স্ল্যাটার। নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগের বিবৃতি থেকে জানা গেছে, গত মঙ্গলবার এই স্ল্যাটারের বাড়ি থেকেই পারিবারিক সহিংসতার অভিযোগ করা হয়েছে।


জামিন পাওয়ার পর দুপুরে নিজের কৌঁসুলি জেমস ম্যাকলফলিনের সঙ্গে থানা থেকে চলে যান স্ল্যাটার। ম্যাকলফলিন জানিয়েছেন, স্ল্যাটার এখন তাঁর নীরব থাকার অধিকার প্রয়োগ করছেন। তাঁর কিছু বলার নেই এই ব্যাপারে।

কিছুদিন আগে মালদ্বীপে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে মারামারিতে জড়িয়েছিলেন স্ল্যাটার। সেখানকার এক রিসোর্টে তর্কাতর্কি করতে করতে একপর্যায়ে হাতাহাতি শুরু করেন দুজন। এত বাজে সময় আগে কবে গেছে স্ল্যাটারের!