এখন জিম্বাবুয়ে তো হাসবেই

১৭ বছর পর প্রতিপক্ষের মাঠে টেস্ট সিরিজে জেতার সম্ভাবনা জিম্বাবুয়ের সামনে। ছবি: প্রথম আলো
১৭ বছর পর প্রতিপক্ষের মাঠে টেস্ট সিরিজে জেতার সম্ভাবনা জিম্বাবুয়ের সামনে। ছবি: প্রথম আলো
সিলেট টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। সিরিজ হারার ভয় তাদের আর নেই। বরং আছে সিরিজ জয়ের হাতছানি। জিম্বাবুয়ে তাই আত্মবিশ্বাসী, খানিকটা এগিয়ে থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা টেস্ট


হ্যামিল্টন মাসাকাদজার চেহারাটাই বদলে গেছে। এমনিতেই জিম্বাবুয়ে অধিনায়ক বেশ হাসিখুশি। সবার সঙ্গে হাসিমুখে সৌজন্য বিনিময় করেন। তবে এখন তাঁর হাসির অর্থ ভিন্ন। আজ সংবাদ সম্মেলনে এসে তো তাঁর হাসির রোগেই পেয়ে বসল। কথায় কথায় হেসে উঠছেন জিম্বাবুয়ের অধিনায়ক।

সংবাদ সম্মেলন শেষে যখন বলা হলো, আপনার হাসি বলে দিচ্ছে জিম্বাবুয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। মাসাকাদজা আরেক দফা খ্যাঁক খ্যাঁক করে হেসে ওঠেন। জিম্বাবুয়ে অধিনায়কের আজ হাসারই দিন। সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। ঢাকা টেস্ট তারা শুরু করছে এগিয়ে থেকে। যেভাবে নাস্তানাবুদ করা গেছে বাংলাদেশকে, মাসাকাদজার মুখে চওড়া হাসি থাকবেই।

সিলেটের জয়টা যে ঢাকা টেস্টে জিততে ভীষণ আত্মবিশ্বাসী করছে জিম্বাবুয়েকে, মাসাকাদজা সেটিই শুনিয়ে গেলেন, ‘হ্যাঁ, প্রথম টেস্টের পারফরম্যান্স আমাদের ভীষণ আত্মবিশ্বাসী করছে। একটু এগিয়ে থেকেই এই ম্যাচটা শুরু করব আমরা। দলের জন্য অবশ্যই এটা ভালো। জানি তারা (বাংলাদেশ) কিছুটা চাপে থাকবে। এই টেস্ট নিয়ে আমরা ভীষণ আত্মবিশ্বাসী।’

সংবাদ সম্মেলনের শেষ দিকে এক সাংবাদিক মাসাকাদজাকে জিজ্ঞেস করলেন, এই যে আপনারা সিরিজ জয়ের লড়াইয়ে নামতে যাচ্ছেন, অনেক দিন হলো এমন সুখকর পরিস্থিতিতে খেলে না জিম্বাবুয়ে। এখন কেমন লাগছে? প্রশ্নটা ঠিকঠাক বুঝলেন কি না কে জানে, মাসাকাদজার হাসি তো থামেই না। হাসিটা কোনোমতে থামিয়ে বলেন, ‘আমরা অবশ্যই এখানে এসেছি ফলাফলের আশায়। যদি একটা ফল পাই, দুর্দান্ত হবে।’

মাসাকাদজার এই হাসি কেড়ে নিতে হলে ঢাকা টেস্টে দুর্দান্ত কিছুই করতে হবে বাংলাদেশকে।