একেকটি উইকেটে একেকটি রেকর্ড এজাজ প্যাটেলের

আজ অনন্য সব রেকর্ড গড়েছেন এজাজ প্যাটেলছবি: এএফপি

আজ সকালে একটা ছবি বেশ ছড়িয়ে পড়েছিল। কাল দিনের খেলা শেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনার্স বোর্ডের দিকে তাকিয়ে আছেন এজাজ প্যাটেল। ৭৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামা এজাজের আর মাত্র একটি উইকেট দরকার ছিল অনার্স বোর্ডে নাম লেখাতে। নিজের জন্মস্থানের মাঠে নিজের নাম স্থায়ী করতে পারার আকাঙ্ক্ষাটা টের পাওয়া যাচ্ছিল সে ছবিতে।

এজাজ যা ভাবতে পারেননি, অন্য কেউ যা কল্পনা করতে পারেননি, সেটাই ঘটেছে। শুধু পাঁচ উইকেট নয়, একেবারে ইনিংসের ১০ উইকেটই তুলে নিয়েছেন এজাজ ইউনুস প্যাটেল! ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার পথে একে একে ভেঙেছেন অনেক রেকর্ড। চলুন দেখে নেওয়া যাক, ইতিহাসে নামা লেখানো যাত্রায় কোন কোন মাইলফলক স্পর্শ করেছেন।

গতকাল ১০ বলের মধ্যে ভারতের প্রথম ৩ উইকেট তুলে নিয়েছিলেন প্যাটেল। দিনের শেষ ভাগে এসে শ্রেয়াস আইয়ারকেও তুলে নিলে ২৮ বছর আগের এক রেকর্ডে ভাগ বসান এই বাঁহাতি স্পিনার। ১৯৯৩ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীপক প্যাটেলের পর এই প্রথম কোনো কিউই স্পিনার প্রতিপক্ষের প্রথম ৪ উইকেট পেলেন। ৪৬ রানে চতুর্থ উইকেট পেয়েছিলেন এজাজ।

আজ সকালে খুব দ্রুত ঋদ্ধিমান সাহাকে তুলে নিয়েছেন এজাজ। সে কীর্তিতে হলো অনন্য রেকর্ড। প্রথম কোনো নিউজিল্যান্ডের স্পিনার হিসেবে প্রতিপক্ষের প্রথম পাঁচটি উইকেটই পেয়েছেন এই ৩৪ বছর বয়সী। মুম্বাইয়ের অনার্স বোর্ডে নাম লেখানোর পরের বলেই তুলে নিয়েছেন ৬ উইকেট। ৭৬ রানে ষষ্ঠ উইকেট তুলে নেওয়ার একটু বিরতি।

মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর উইকেটের দেখা পাননি এজাজ। বিরতি থেকে ফিরেই তুলে নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। তাঁর সপ্তম উইকেটেই হলো আরেক রেকর্ড। ২০০২ সালে সর্বশেষ কোনো বোলার প্রতিপক্ষের প্রথম সাত উইকেট তুলে নিয়েছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যান্ডিতে মুত্তিয়া মুরালিধরনের পর যা আর কেউ করতে পারেননি।

খানিক পরই অক্ষয় প্যাটেলকেও তুলে নিলেন। এবার ভাঙলেন আরেক রেকর্ড। প্রথম কোনো নিউজিল্যান্ডের স্পিনার হিসেবে টেস্টে এক ইনিংসে ৭ উইকেটের বেশি পেলেন এজাজ। এক ধাক্কায় ড্যানিয়েল ভেট্টোরি, স্টিফেন বুক ও মার্ক ক্রেইগকে রেকর্ডের বই থেকে ছিটকে বের করে দিয়েছেন এজাজ।

এজাজ
ছবি: এএফপি

ভারতের প্যাটেলকে তুলে নিয়ে নিউজিল্যান্ডের প্যাটেল আরেকটি রেকর্ডও করেছিলেন। ভারতের মাটিতে সফরকারী দলের ইনিংসে ৮ উইকেট পাওয়ার পঞ্চম কীর্তি এটি। সিকান্দার বখত, ল্যান্স ক্লুজনার, জেসন ক্রেজা ও নাথান লায়নকে অবশ্য পেছনে ফেলতে খুব বেশি সময় নেননি। দুই বিরতি দিয়ে পেয়ে গেছেন ৯ম উইকেট।

রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় কোনো কিউই বোলার হিসেবে ৯ উইকেট পেলেও বোলিং ফিগারে কিংবদন্তির চেয়ে পিছিয়ে ছিলেন এজাজ। মুরালিধরনের পর প্রথম কোনো স্পিনার হিসেবে টেস্টের প্রথম উইকেট পাওয়ার রেকর্ডেও ভাগ বসিয়েছেন কিউই স্পিনার।

২ বল ও ৪ রান পরই মোহাম্মদ সিরাজকেও ক্যাচ দিতে বাধ্য করেছেন প্যাটেল। তাতে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং ফিগারটা রিচার্ড হ্যাডলির (৫২/৯) কাছ থেকে কেড়ে নিয়েছেন। জন্মভূমিতে কোনো বোলারের সেরা বোলিংয়ের কীর্তিটাও কেড়ে নিয়েছেন মুত্তিয়া মুরালিধরনের (৯/৫১) কাছ থেকে। আর সে সঙ্গে মাত্র তৃতীয় বোলার হিসেবে ইনিংসের ১০ উইকেট নেওয়ার কীর্তিটা তো আছেই!