এক পলকে দেখে নিন রেকর্ড ও পরিসংখ্যান
আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট কিটসে মুখোমুখি দুই দল। এর আগে দেখে নিন টি-টোয়েন্টিতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ও পরিসংখ্যান। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।
| ম্যাচ | বাংলাদেশ | ও. ইন্ডিজ | ফল হয়নি |
মোট | ৬ | ২ | ৩ | ১ |
ক্যারিবিয়ানে | ২ | ০ | ১ | ১ |
র্যাঙ্কিং |
| ১০ | ৭ |
|
দলীয় সর্বোচ্চ |
বাংলাদেশ |
১৭৯/১, মিরপুর, ২০১২ |
ওয়েস্ট ইন্ডিজ |
১৯৭/৪, মিরপুর, ২০১২ |
|
দলীয় সর্বনিম্ন |
বাংলাদেশ |
৯৮, মিরপুর, ২০১৪ |
ওয়েস্ট ইন্ডিজ |
১৩২/৮, মিরপুর, ২০১১ |
|
সবচেয়ে বেশি রান |
বাংলাদেশ |
১৩২, তামিম ইকবাল |
ওয়েস্ট ইন্ডিজ |
১৮৮, মারলন স্যামুয়েলস |
ব্যক্তিগত সর্বোচ্চ |
বাংলাদেশ |
৮৮*, তামিম ইকবাল, মিরপুর, ২০১২ |
ওয়েস্ট ইন্ডিজ |
৮৫*, মারলন স্যামুয়েলস, মিরপুর, ২০১২ |
|
সবচেয়ে বেশি উইকেট |
বাংলাদেশ |
৮, সাকিব আল হাসান |
ওয়েস্ট ইন্ডিজ |
৪, স্যামুয়েল বদ্রি ও রবি রামপল |
|
সেরা বোলিং |
বাংলাদেশ |
৪/৩৪, সাকিব আল হাসান, জোহানেসবার্গ, ২০০৭ |
ওয়েস্ট ইন্ডিজ |
৪/১৫, স্যামুয়েল বদ্রি, মিরপুর, ২০১৪ |
|
বাংলাদেশ-উইন্ডিজের ৬টি টি-টোয়েন্টিতেই ছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। |
|
তামিম ইকবাল |
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ইনিংস
|