উমর আকমলকে আয়নায় মুখ দেখতে বললেন মিকি আর্থার

উমর আকমল আর মিকি আর্থারের ঝামেলা নতুন করে আবার আলোচনায়ছবি: এএফপি

উমর আকমলের সঙ্গে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারের সম্পর্ক যে ভালো ছিল না, তা সবারই জানা। অনেকবারই প্রকাশ্যে আর্থারের সমালোচনা করেছেন আকমল। আর্থারও সেই সব সমালোচনার জবাব দিয়েছেন। উমর আকমল আরও একবার আর্থারের সমালোচনা করে তাঁকে ‘অপেশাদার’ বলেছেন। এবার আকমলের তির ছুটেছে পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিসের দিকেও।

আকমলের সমালোচনার কোনো জবাব এখনো দেননি ওয়াকার। তবে আকমলের সমালোচনা নজরে আসার পরপরই তার জবাব দিয়েছেন আর্থার। পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যানকে আয়নায় নিজের মুখটা দেখতে পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে আর্থার ও ইউনিসের সমালোচনা করেন আকমল। তিনি বলেন, ‘মিকি আর্থারের আমার সঙ্গে ব্যক্তিগত সমস্যা ছিল। কিন্তু সেই সময়ের টিম ম্যানেজমেন্টও আমার পক্ষে কথা বলেনি। যা–ই হোক, মিকি আর্থার পরে স্বীকার করেছিলেন, আমাকে উনি কড়া কথা শুনিয়েছিলেন। আমি পাকিস্তানের সেই সব ক্রিকেটারদের একজন, যারা সব ক্ষেত্রেই বঞ্চিত হয়েছে।’

ওয়াকারকে নিয়ে আকমলের অভিযোগটা এ রকম, ‘আমি ইমরান খানের কাছে অনুরোধ করেছিলাম যে আমাকে যেন তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর সুপারিশ তিনি টিম ম্যানেজমেন্টকে করেন। ইমরান ওয়াকার ইউনিসকে প্রশ্ন করেছিলেন, কেন আমি টপ অর্ডারে নেই। ওয়াকার কেন পাকিস্তান দলের প্রধান কোচ হলেন, সেটা আমি বুঝে উঠতে পারিনি।’

আরও পড়ুন
পাকিস্তান দলে নিজের প্রতিভার যথাযথ স্বাক্ষর রাখতে পারেননি উমর
ছবি: এএফপি

আকমলকে দল থেকে বাদ দেওয়ার কারণ এর আগে অনেকবারই বলেছেন আর্থার। ‘আকমল ফিটনেস নিয়ে কোনো কাজ করে না, আকমল উদ্ধত’—এমন সব অভিযোগ করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ। কিন্তু আকমল পাকিস্তানের সাংবাদিক আলিয়া রশিদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘মিকি আর্থার আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। সেই সময়ের নির্বাচক কমিটি আর স্থানীয় কোচরাও আমাকে সমর্থন করেননি।’

এমন অভিযোগ শোনার পর মিকি আর্থার টুইট করেছেন, ‘উমর, আয়নার দিকে একবার তাকাও।’ দক্ষিণ আফ্রিকার কোচ এটা দিয়ে বোঝাতে চেয়েছেন, নিজের ক্যারিয়ার নিজেই ধ্বংস করেছেন আকমল।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন