২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইমরানের সঙ্গে যোগাযোগ বন্ধ, রমিজ এখন শাহবাজের ঘনিষ্ঠ

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাছবি: টুইটার

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ সরকারের পতনের সময় একটি প্রশ্ন ক্রিকেট মহলে বেশ শোনা গেছে—কী হবে রমিজ রাজার? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইমরানই রমিজকে নিয়োগ দিয়েছিলেন। সরকার বদলের পর এ পদটিতেও তাই পরিবর্তন আসবে বলে ধরে নিয়েছিলেন অনেকে।

কিন্তু ইমরানের পতনের দুই মাস পরও পিসিবির চেয়ারম্যানের পদে বহাল আছেন রমিজ। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নাকি রমিজ রাজার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিয়েছেন ইমরান। এই সুযোগে রমিজও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে নিয়েছেন!

আরও পড়ুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
ফাইল ছবি

পিসিবির চেয়ারম্যান রমিজ আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেছেন, ‘ইমরান ভাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। অনেক দিন হয়েছে, তাঁর সঙ্গে আমার কথা হয় না।’

রমিজ এরপর শাহবাজ খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলেছেন, ‘আমরা গুঞ্জন নিয়ে বসবাস করতে পারি না। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী আমাদের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষক। আমরা তাঁর কাছে সময় চেয়েছি। তাঁর সঙ্গে দেখা হলে আমরা আমাদের কাজ নিয়ে কথা বলব।’

আরও পড়ুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
ফাইল ছবি

পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে হলে অহংবোধকে পাত্তা দিলে চলবে না বলেই মনে করেন রমিজ, ‘অহংয়ের কিছু আছে বলে আমি মনে করি না। আমরা সবাই ক্রিকেটের উন্নতি চাই। সংবিধানে যদি থাকে, সরকার বদল হলেই পিসিবির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে, তাহলে সেটাই হোক। আসলে ব্যক্তির ইচ্ছার মূল্য দেওয়ার কাজ করলে খেলাটির কোনো লাভ হবে না।’

তবে বিষয়টি যে নতুন প্রধানমন্ত্রীর হাতে, সেটা ভালো করেই জানেন রমিজ। এ কারণেই তিনি বলেছেন, ‘বল এখন তাঁর কোর্টে।’ তবে নতুন প্রধানমন্ত্রী ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন বলেই মনে হয় রমিজের কথায়। এর মধ্যেই নাকি বোর্ড গভর্নরস থেকে ক্রিকেটের উন্নয়নের জন্য ১ হাজার ৫০০ কোটি রুপি অনুদান অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

অনুদানের এই অর্থ কোথায় আর কীভাবে খরচ হবে, এটা জানা যাবে শাহবাজ খানের সঙ্গে পিসিবি কর্তাদের সাক্ষাতের পর। তবে আপাতত যা শোনা যাচ্ছে, সে অনুযায়ী এই অনুদানের ৭৮ শতাংশ খরচ করা হবে রমিজের স্বপ্নের প্রকল্প পাকিস্তান জুনিয়র লিগে।

আরও পড়ুন